নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপি ও জামাত শিবিরের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি। অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
উপজেলা সদরসহ প্রতিদিনের মত ব্যবসা বাণিজ্য চলছিল। যে কোন দূর্ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। হরতালে জামাত বিএনপির নেতাকর্মীদের পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি।
সকাল থেকেই উপজেলা সদরে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের খন্ড খন্ডভাবে জমায়েত হয়েছিল। দুপুরে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বাসিয়া সেতুর দক্ষিণ মুড়ে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য এএইচএম ফিরোজ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য আশিক আলী, তপন দাশ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, দশঘর আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্রধর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমূখ।