বিশ্বনাথে সুমেল খুনের ৭ আসামীর জামিন জেলা ও দায়রা জজ আদালতেও নামঞ্জুর

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রির্পোটার: বিশ্বনাথের উপজেলার চৈতননগর গ্রামের চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল খুনের মামলার ৭ আসামীর জামিন নামঞ্জুর করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ বজলুর রহমান।
গত ১০ জুন বৃহস্পতিবার শুনানী শেষে আদালত জেলে থাকা ৮ আসামীর মধ্যে ৭জনের জামিন নামঞ্জুর করেন এবং আসামী জাবেদুল ইসলাম মামলার এজহারে নাম না থাকায় তার জামিন মঞ্জুর করেন। ইতিপূর্বে গত ২জুন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাশের আদালত এই আসামীদের জামিন নামঞ্জুর করেছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলা বাদী ইব্রাহিম আলী সিজিল।
জেলা ও দায়রা জজ আদালতে আসামীদের পক্ষে জামিন শুনানী করেন এডভোকেট মুজিবুর রহমান ও গিয়াস উদ্দিন। জেলা ও দায়রা জজ আদালতের ফৌজদারী বিবিধ ৯৪০/২০২১ইং শুনানীতে বাদী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর আসামীদের জামিনের বিরোধীতা করে বলেন, সুমেল হত্যাকান্ড বর্তমান সময়ে দেশের একটি চাঞ্চল্যকর হত্যাকান্ড। আসামীরা দল বেধে অবৈধ বন্দুক, পিস্তল নিয়ে মামলার বাদীর জমিতে মাটি কাটা শুরু করে এবং আসামীরা দল বেধে পরিকল্পিত ভাবে গুলি করে স্কুলছাত্র সুমেলকে হত্যা ও তার বাবা, চাচাকে গুরুতর জখম করে। মামলার প্রধান আসামী সাইফুলকে আইনশৃঙ্খলা বাহিনী হন্য হয়ে খোজেও গ্রেফতার করতে পারছে না। তিনি আসামীদের জামিনের তীব্র বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানী শেষে আদালত ৭ আসামীর জামিন নামঞ্জুর করেন। জেলে থাকা সুমেল হত্যা মামলার আসামীরা হচ্ছেন, আশিক উদ্দিন, ইলিয়াছ আলী, আব্দুন নূর, পারভেজ, আব্দুল জলিল, আনোয়ার হোসেন ও জয়নাল আবেদিন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *