বিশ্বনাথে সরকারি ভূমি দখল : প্রতিবাদ করায় একটি পরিবারকে ধবংশের চেষ্টা

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পিঠাকরা গ্রামে সরকারি ভূমি দখল নিয়ে বিরোধের জের ধরে প্রভাবশালীদের অত্যাচারে অতিষ্ট ও আতংকে দিনযাপন করছে একটি পরিবার। এই পরিবারটি তাদের বাপ-দাদার ভিটে মাটিতে ঠিকতে পারবে কি না, তা নিয়ে চিন্তিত।
পিঠাকরা মৌজার জেল নং-৩৫ এবং ১নং খতিয়ানের সরকারী ভূমি বিএস দাগ নং-১০৬৯ ও ৯৯১দাগের বেশ কিছু সরকারী ভূমি আক্তার হোসেন নামক এক ব্যক্তি তার বাড়ীর বাউন্ডারীর দেয়ালের ভেতর ও কৃষি জমিতে মিশিয়ে দেয়। বিষয়টি পাশের বাড়ীর সিকন্দর আলীর  পুত্র ইলিয়াছ হুমাইদির বাড়ীর ভূমির উপর দিয়ে রাস্তা নেয়ার চেষ্টা করেন। তাতে ইলিয়াছ হুমাইদি ও তার স্বজনরা তাতে আপত্তি করেন। এঘটনা ছাড়াও ইলিয়াছ হুমাইদির পূর্ব পুরুষের নামে একটি মাজার ও তৎসংলগ্ন  বেশ কিছু মূল্যবান ভূমি এসএ ও বর্তমান রেকর্ড আরএসএ রেকড ভুক্ত রয়েছে। এই বিপুল পরিমাণ ভূমিও প্রভাবশালী মহলটি গ্রাস করার ফন্দিফিকির করছে।
এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলে প্রভাবশালীরা অর্থের বিনিময়ে সব কিছু উলট পালট করে দেয়। এক পর্যায়ে স্থানীয় কিছু মুরব্বী বিষয়টি সালিশে বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা করলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাহিদামত টাকা না দেয়ায় বিষয়টি মিমাংসা হয়নি ।
এ নিয়ে ইলিয়াছ হুমাইদি বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়েরী ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন।
এই ঘটনা জেনে প্রতিপক্ষের লোকজন ইলিয়াছ হুমাইদিসহ তার পরিবারের উপর একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। ঘটনা জেনে পুলিশ সুপার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলে থানা পুলিশ মামলাটি সাজানো ও মিথ্যা হওয়ায় আদালতে ফাইনাল রির্পোট দাখিল করেন। এতে চরম ভাবে ক্ষীপ্ত হয় মামলার বাদীপক্ষ। তারা এই পরিবারটির উপর প্রতিশোধ নেয়ার চেষ্টা করে এবং চলতি বছরের ২৬শে মার্চ পরিবারটির উপর হামলা ও বাড়ীঘর ভাংচুর করে। তাতে কেউ এগিয়ে আসেনি। ঘটনার খবর পেয়ে করোনার প্রথমদিকে সিলেটের পুলিশ সুপার  মোহাম্মদ ফরিদ উদ্দিন পুলিশের মারফতে আলকাছ আলীর বাড়ীতে খাদ্য সামগ্রী প্রেরণ করেন। এতে প্রতিপক্ষ আরও ক্ষীপ্ত হয়।  এদিকে ইলিয়াছ হুমাইদি সরকারী ১নং খতিয়ানের রাস্তা ও ভূমি জরিপ করে পৃথক করার জন্য বিশ্বনাথ সহকারী কমিশনার ভূমি বরাবরে আবেদন করলে প্রতিপক্ষের তদবিরের কারনে ভূমি জরিপ করা হয়নি। গত ৫ অক্টোবর আলকাছ আলীর দায়েরী মামলায় প্রভাবশালী আক্তার হোসেনকে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করলে তার আত্মীয় স্বজনরা মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। যে কোন সময় পরিবারটির উপর পূণরায় হামলার ঘটনা ঘটতে পারে।  সরকারী দখলীয় ভূমি উদ্ধার করে রাস্তার ব্যবস্থার জন্য এলাকাবাসী জেলা প্রশাসকের নিকট দাবী করেছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *