বিশ্বনাথে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোটার : বিশ্বনাথ উপজেলার মইজপুর মৌজার একটি সরকারি পুকুর পার থেকে ৫/৬ টি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মইজপুর গ্রামের মৃত ইছকন্দর আলীর পুত্র নুর আলী ও রুশন আলীর পুত্র মছব্বির আলীকে অভিযুক্ত করে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এলাকাবাসির পক্ষে এ অভিযোগটি দায়ের করেন, একই গ্রামের কবির উদ্দিন। অভিযোগে বলা হয়, মইজপুর মৌজার জেএল নং ৯৫, ১/১নং খতিয়ানের ১০০/১০৩ নং দাগের রকম ভূমি সরকারি পুকুর পার থেকে বিভিন্ন জাতের ৫/৬টি গাছ কেটে নেয় মইজপুর গ্রামের নুর আলী ও মছব্বির আলী। গাছের মূল্য অনুমান ২০ হাজার টাকা। বিষয়টি এলাকা বাসির নজরে পড়লে ভয়ে কেউ তাদের কিছু বলেনি। তাই সরকারি সম্পদ বেআইনি ভাবে জোর পূর্বক কেটে পরিবেশ বিনষ্টকারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে উপজেলা কমিশনার (ভুমি) বরাবরে এলাকাসির পক্ষে এ অভিযোগ দায়ের করা হয়।

এ ব‌্যাপরে অভিযুক্ত নুর আলী বলেন, কেবা কারা গাছ কেটেছে আমি জানিনা। আর কবির উদ্দিনের সাথে আমার ফৌজদারি ও দেওয়ানি মামলা মোকদ্দমা রয়েছে। আমাকে ক্ষতিগ্রস্থ করতে সে নিজেই গাছ কেটে এ অভিযোগ দায়ের করেছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *