বিশ্বনাথ সন্ধানী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। (১১নভেম্বর) সোমবার উপজেলার নতুন বাজারস্থ সন্ধানী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় প্রায় শতাধিক রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও হাইপ্রেসার রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্পে রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ডাঃ দেলোয়ার হোসেন সুমন ও ডাঃ নোমান নুর।
সন্ধানী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ নাছিরের পরিচালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ভিভাংশু লাল গুন, সন্ধানির পরিচালক আব্দুল কাদির, কর্মকর্তা আবদুল মজিদ, জাহেদ আহমদ, জুবায়ের আহমদ, আমির আলী, শাকিল মিয়া, চঞ্চল দাশ, আরিফ আহমদ, রিপন মিয়া, আফসর আলী প্রমুখ।

এসময় বেশ কয়েকজন রোগী সন্তুস প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন, এই ক্যাম্প করায় আমরা অনেক মানুষ উপকৃত হয়েছি এবং আমরা ফ্রি চিকিৎসা পেয়ে খুবই আনন্দিত। তারা আরো বলেন, যারা এই ক্যাম্প আয়োজন করেছেন তাদেরকে আল্লায় হায়ত দেউক্কা। এভাবে যদি প্রতি মাসে একটি ফ্রি ক্যাম্প করা হয় তাহলে সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা কিছুটা লাঘব হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *