বিশ্বনাথে শফিক চৌধুরীঃ নৌকার বিজয় মানেই কর্মীদের সাফল্য

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে কোন কোন সময় মত পার্থক্য থাকলেও নৌকার বিজয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। বড় দল হিসেবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন প্রতিহিংসা নেই। এ জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সব নির্বাচনে সাফল্য দেখাতে পারে। নৌকার বিজয় মানেই কর্মীদের সাফল্য। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহর করার পরিকল্পনা বাস্তবায়নে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে। কারন শেখ হাসিনার সরকার গ্রামের উন্নয়নে বদ্ধ পরিকর। এজন্য আওয়ামীলীগের সৎ-নিষ্টাবান ও গ্রহণযোগ্য ব্যক্তিকে নৌকার প্রার্থী মনোনীত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
২১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় লামাকাজী ইউনিয়নের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ১নং লামাকাজী ও ২য় খাজাঞ্জী ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বাচাই অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামীলীগ একটি শক্তিশালী দল। এই সংগঠনে হাজার হাজার নেতাকর্মী রয়েছে। তারা সক্রিয়ভাবে নৌকার জন্য কাজ করলে বিজয় সু-নিশ্চিত হবে, ইনশা আল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই ইউনিয়ন পর্যায়ে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
সভায় জেলা আওয়ামীলীগের নেতবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট মাহফুজুর রহমান, জগলু চৌধুরী, এডভোকেট আব্বাছ উদ্দিন, কবির উদ্দিন, মজির উদ্দিন, ইশতিয়াক আহমদ, বুরহান উদ্দিন, এএইচএম ফিরোজ আলী, ডাঃ শাকির আহমদ শাহিন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া।
উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুক আহমদ, আমীর আলী চেয়ারম্যান, রনঞ্জিত চন্দ্র ধর রন, আব্দুল আজিজ সুমন, শহিদুল ইসলাম, এডভোকেট আলমগীর হোসেন চেয়ারম্যান, রফিক হাসান, আনোয়ার আলী, আফরোজ বক্স খোকন, জুয়েল আহমদ, তপন কুমার দাশ, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল জলিল জালাল, আলতাব হোসেন, মহব্বত আলী প্রমুখ। সভায় ১নং লামাকাজী ইউনিয়নের আওয়ামীলীগের নৌকার প্রার্থী ছিলেন ডাঃ শাহনুর হোসাইন, জহির আহমদ ও ফয়ছল আহমদ এবং ২নং খাজাঞ্চী ইউনিয়নে ছিলেন শংকর চন্দ্র ধর, আরশ আলী গণি ও মুহিবুর রহমান সুইট। তৃণমূল ভোটে লামাকাজীতে ১ম ফয়ছল ও খাজাঞ্চীতে ১ম হন শংকর চন্দ্র ধর। বিশেষ এই বর্ধিত সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েকশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *