বিশ্বনাথে মাছের গাড়িতে ডাকাতির : আটক-২

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

বিশ্বনাথ সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথে মাছের গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে ওই দু’জনকে আটক করে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুন্টিত হওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করেছে।

আটককৃতরা হল- সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী চাকলপাড়া গ্রামের আজমল আলীর পুত্র হোসাইন আহমদ (২২) ও একই থানার দিঘলী মাঝপাড়া গ্রামের আতাউর রহমানের পুত্র মাহিদ আহমদ (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পেয়ে থানা পুলিশ আটককৃত ‘হোসাইন ও মাহিদ’কে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং ১১, তাং ৩০.০৭.২৫ইং) গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৬.০৯.২৫ইং) আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ডাকাতির ঘটনায় ২ ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা আমাদের কাছে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে লুন্টিত হওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজার হতে শিং মাছ বোঝাই ডিআই পিকআপ নিয়ে সুনামগঞ্জের দোয়ারা বাজার যাওয়ার পথিমধ্যে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সাহেবনগর গ্রাম এলাকায় আসা মাত্র ডাকাতরা মাছের গাড়িটি ডাকাতি করে নিয়ে যায়। এঘটনায় গত ৩০ জুন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামপুর গলকান্দি ইউনিয়নের কৈলাজান গ্রামের আজাদ মিয়ার পুত্র সবুজ মিয়া বাদী হয়ে ‘বিশ্বনাথ পৌরসভার মুফতিরগাঁও গ্রামের ছমির আলীর পুত্র সাইদুর রহমান (২০) ও বিশ্বনাথ উপজেলার দশদল গ্রামের নূর উদ্দিনের পুত্র মামুন আহমদ সুমন (২১)’র নাম উল্লেখ করে ও আরোও ৫/৬ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানার একটি মামলা দায়ের করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *