নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে রাস্তা পাকা করণ নিয়ে গ্রামবাসীর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফােরন, বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযােগও রয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনাটি সােমবার সকালে দশঘর ইউনিয়নের ভল্লবপুর গ্রামের লন্ডন প্রবাসী সাইদালী ও গ্রামবাসীর মধ্যে ঘটেছে। এতে গ্রামবাসীর পক্ষে আহত হয়েছেন প্রায় ২৩ জন।
তবে, লন্ডন প্রবাসী সাইদালীর পক্ষের আহতদের নাম প্রকাশে অনিহা প্রকাশ করে বলেন, আমার ভূমির উপর দিয়ে জোর পুর্বক রাতের আধারে রাস্তা পাকা করা হয়েছে। তাই আমি ওই পাকা অংশ ভাংতে গেলে গ্রামের লােকজন হামলা চালিয়ে আমার কয়েকজন লােককে আহত করে প্রতিপক্ষ। এছাড়া আমার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাটসহ একটি হালচাষের ট্রাক্টর, একটি পানির মেশিন ও একটি মাটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও লুটপাট কর নেয়া হয়েছে গরু-ছাগলও।
গ্রামবাসীরবপক্ষে আহত দিলাল মিয়াসহ কয়েকজন জানান, প্রায় ৩০/৩৫ বছরের পুরাতন জনবহুল একটি রাস্তার কিছু অংশ সম্প্রতি প্রবাসীদের উদ্যােগে আরসিসি ঢালাই করা হয়। সেই ঢালাই করা রাস্তা ভাড়াটিয়া লােক দিয়ে ভোররাতে ভেঙ্গে ফেলার চেষ্টা করেন লন্ডন প্রবাসী সাইদালী। এসময় গ্রামবাসীরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লাকজন কয়েকটি ককটেলও বিস্ফােরন ঘটায়।
এদিকে স্থানীয় মেম্বার নুর আলী মেম্বার বলেন, সকালে ককটেল বিস্ফারন ঘটিয়ে সাইদালী ভাড়াটিয়া লােকজন দিয়ে রাস্তা ভাঙ্গার কাজ শুরু করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
উভয় পক্ষের ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, লিখিত অভিযােগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
