বিশ্বনাথে ভয়ংকর মানবপাচারকারি পিংকি গ্রেফতার: অতপর ঢাকায় সিআইডিতে প্রেরণ

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স: সিলেটের বিশ্বনাথ উপজেলার ভয়ংকর মানবপাচারকারী রফিক-পিংকি চক্রের অন্যতম মূলহোতা পিংকি অনন্যা প্রিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। (২৯সেপ্টেম্বর) রবিবার সন্ধ্যা পর উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রাাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মানবপাচারকারী চক্রের মূলহোতা মাদকাসক্ত রফিকুল ইসলামের মেয়ে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র‌্যাবের একটি দল বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রামে অভিযান চালিয়ে মানবপাচারকারী পিংকি অনন্যা প্রিয়াকে গ্রেফতার করে। সে মানবপাচার প্রতিরোধ দমন আইনে হবিগঞ্জের বানিয়াচং থানায় দায়ের করা মামলার আসামী (মামলা নং- ২৩/২০৪, তারিখ ১৯/০৯/২০৯ইং) ।
উদ্ধার করা আলামতসহ মানবপাচারকারী পিংকিকে ঢাকা সিআইডির কাছে হন্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ানান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *