বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া : আহত অন্তত-১০

অপরাধ বিশ্বনাথ রাজনীতি সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটের বিশ্বনাথ পৌর শহরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির সমর্থকদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

(৯ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের থানার সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে পাল্টা-পাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে উভয় পক্ষের অনন্ত ১০ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। আহত কয়েক স্থানীয় ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনায় পৌর শহরের দোকানপাট ও যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশের পক্ষ থেকে দুই বলয়ের নিবৃত করার চেষ্টা চলে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপি-সহযোগি সংগঠনের ব্যানারে হুমায়ুন কবির বলয়ের নেতারা বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্র কাটামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তা মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হুমায়ুন কবিরের গাড়ি বহর পৌর শহরের বাসিয়া সেতুর ওপর আসা মাত্রই তাহসিনা রুশদীর লুনা বলয়ের নেতারা ইলিয়াস-লুনা স্লোগান দিতে থাকে। এরপরে দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার এলাকায় হুমায়ুন কবিবের বিশাল গাড়ি বহর সেখানে যাওয়া মাত্রই লুনা বলয়ের নেতারা সেখানেও স্লোগান দিতে থাকে। এতে হাবড়া বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর মাগরিবের আযানের পর হুমায়ুন কবির তাঁর পূর্ণ নির্ধারিত মতবিনিময় সভাস্থল উপস্থিত হলে তাঁর অনুসারী নেতারা করতালির মাধ্যমে তাকে বরণ করেন। মতবিনিময় সভা শেষে পুলিশ প্রটোকলে সভাস্থল ত্যাগ করেন হুমায়ুন কবির। সভা শেষে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুন কবিরের গাড়ি বহর ফের বিশ্বনাথ পৌর শহরের দিকে আসে। তাকে বহন করা গাড়ি পৌর শহর এলাকার কিছু অদূরে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে দুই বলয়ের নেতাকর্মীর মধ্যে পৌর শহরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া চলে প্রায় ঘন্টাব্যাপী। পুরো পৌর শহর এসময় থম থম অবস্থা বিরাজ করে। এসময় পথচারী দিকবেদিক ছুটাছুটি করতে দেখা যায় এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

ধাওয়া-পাল্টা ধাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *