স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে গবাদিপশুর চিকিৎসা সেবা ও পশুর মালিকদের পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া কোরবানীর জন্য সুস্থ পশু চেনার উপায়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ক লিফলেট বিতরন করেছে উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারি মেডিকেল টিম।আজ বুধবার (২৯ জুলাই) দিনব্যাপি বিশ্বনাথ পুরান বাজার, লামাকাজি ও পনাউল্লা বাজার পশুর হাটে এ সেবা প্রদান করা হয়। ভেটেরিনারি মেডিকেল টিমের সার্বিক কাজের তদারকি করেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আশরাফুল ইসলাম বাবু। টিম প্রধানের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, এছাড়াও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবুল বাশার জুয়েল ও ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন জানান, এ সেবা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।