বিশ্বনাথে নৈশ্যপ্রহরী নিয়োগে অনিয়ম: প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোটার : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী নিযোগে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। টাকা লেনদেনের মাধ‌্যমে নৈশ্যপ্রহরী নিয়োগ দিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন। পালেচকক গ্রামের দু’জন প্রার্থীকে বাদ দিয়ে টাকার বিনিময়ে প্রধান শিক্ষকের গ্রাম রামপাশা থেকে সুনুল হক নামের একজনকে নৈশ্যপ্রহরী পদে নিয়োগ দিয়েছেন তিনি। এছাড়া এলাকায় একক আধিপত্য বিস্তারের কারণে ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে নিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম করে যাচ্ছেন। এমন অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে করেছেন এলাকাবসী।

বিশ্বনাথ প্রেসক্লাবে সংবাদ-সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র রাব্বি আহমদ রবিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধান শিক্ষক হেকিম উদ্দিন নিজের দুর্নীতি আড়াল করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এমনকি তার বিরুদ্ধে কথা বলা মানুষদের মামলার ভয়ভীতি দেখিয়ে আসছেন। এলাকাবাসী এই নিয়োগ প্রক্রিয়া স্থগিতসহ তদন্তপূর্বক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। এরআগে তারা  ১২ মে ইউএনও ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে স্মারকলিপিও দিয়েছেন বলে উল্লেখ করেন।  

এ প্রসঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল মিয়া কোন মন্তব্য করতে রাজি না হলেও প্রধান শিক্ষক হেকিম উদ্দিন বলেছেন, কোন অনিয়ম করা হয়নি, বিধিসম্মতই নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া বলেছেন, প্রধান শিক্ষক হেকিম উদ্দিন ম্যানিজিং কমিটিকে নিয়ে এক লাখ টাকার বিনিময়ে নিজের লোককে ওই পদে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক।

সংবাদ-সম্মেলনে উপস্থিত ছিলেন পালেরচক এলাকার মুরব্বী মছব্বির আলী, চেরাগ আলী, পালেরচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি আনোয়ার হোসেন, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মইনুল হক, তারেকুজ্জামান, আবদুল করিম, শফিকুর রহমান, আবদুস সামাদ, রেজাউল ইসলাম, সুমন আহমদ, রিপন আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ।

এসময় প্রেসক্লাব নেতৃবন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, যুগ্ম- সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, কার্যনির্বাহী সদস্য কামাল মুন্না, আব্দুস সালাম।


শেয়ার করুন


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *