নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বনাথ উপজেলার ২নং খাজান্সী ইউনিয়নের মুফতির বাজারে সুরমা নদীর তীর দখল করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মাণ কাজ বন্ধ করেছেন বলে জানা যায়। তবে যে কোন সময় দোকান ঘর নির্মাণের আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়,তবল পুর গ্রামের আব্দুন নুর ও আব্দুর রব দুই ভাই মিলে পুর্ব প্রয়াগ মহল মৌজার মুফতীর বাজারে সুরমা নদীর তীর দখল করে ৫টি দোকান ঘর নির্মাণ শুরু করেন। নির্মাণ কাজ শুরু হলেও বাজার কমিটি বা স্থানীয় তহশিল অফিস কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এলাকার লোকজন বিষয়টি বিশ্বনাথ নির্বাহী কর্মকর্তাকে জানালে তাঁর নির্দেশে তহশীলদার দোকান নির্মাণ কাজ ১২ আগষ্ট বন্ধ করেন। সরকারী জায়গায় জোরপূর্বক দোকান ঘর নির্মানের খবর পেয়ে কয়েজন সাংবাদিক মুফতির বাজার গিয়ে পাকা পিলার দিয়ে ৫টি দোকান ঘর নির্মাণের দৃশ্য দেখতে পান। এ সময় আব্দুন নুর ও আব্দুর রব তাদের নিজের জায়গায় দোকান বানানোর কথা জানান সাংবাদিকদের।
তহশীলদার নুরুল আমীর জানান ঘর বানানোর খবর পেয়ে উর্ধতন কর্মকর্তার নির্দেশে কাজ বন্ধ করি। সোমবার মালিক পক্ষ কাগজ দেখানোর কথা রয়েছে।