বিশ্বনাথে তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটের বিশ্বনাথে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পলিসদ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশঅসক আলা উদ্দিন কাদেও, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা কৃষি আফিসার কনক চন্দ্র রায়, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার বদরুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তয়ান কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা মরিয়ম সুলতানা, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজাঞ্চি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী প্রমুখ।

কর্মশালায় বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিধি-বিধান তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির জন্য কর্মশালায় অংশগ্রহনকারীদের আহ্বান জানান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *