বিশ্বনাথে জামায়াত নেতার উপর হামলার ঘটনায় সাবেক মন্ত্রীসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা

অপরাধ বিশ্বনাথ রাজনীতি সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::  বিশ্বনাথ পৌরশহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলীর উপর হামলার ঘটনায় আজ বুধবার (২১ আগস্ট) বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিশ্বনাথ থানায় (মামলা নং-১২)।

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি শফিকুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করা হয়।

মামলায় অন্যান্য আসামিরা হলেন, ২। শামীম উরফে চাকু শামীম (৩২), পিতা-আবুল কালাম, সাং-পূর্ব জানাইয়া বিশ্বনাথ পৌরসভা, থানা-বিশ্বনাথ, ৩। ফারুক আহমদ (৫০), পিতা-মৃত আপ্তাব আলী, সাং-বিশ্বনাথের গাঁও, সেক্রেটারী বিশ্বনাথ থানা আওয়ামীলীগ, ৪। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট (৩৫), পিতা-নুরুল হোসেন, সাং-তেলিকুনা, ৫। বশির উরফে এংগেল বশির (৪৫), পিতা- মৃত ইরফান আলী, সাং-দশপাইকা (দৌলতপুর), ৬। দেওকলস ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন (৫০), পিতা-মৃত আছকির আলী, সহ-সভাপতি বিশ্বনাথ থানা আওয়ামীলীগ, ৭। সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম, নুনু মিয়া (৪৫), পিতা-মৃত আরপান আলী, সাং-কাশিমপুর, ৮। বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর ফজর আলী (৩৫), পিতা-মৃত ময়না মিয়া, সাং- মোল্লারগাঁও, ৯। চখর আলী (৩৮), পিতা-সফর আলী, সাং-মুনসিরগাঁও, লামাকাজী, ১০। রফিক আলী (৩৮), পিতা-মৃত জয়ধু মিয়া, সাং- সরিষপুর, ১১। সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন (৩৫), পিতা-আং রহমান, সাং- দীপবন্দ বিলপার, ১২। কালা দুদু (৩২), পিতা-মৃত খুরশিদ আলী, সাং- তবলপুর, খাজাঞ্চি, ১৩। ছাদিক (৩৫), পিতা-তোতা মিয়া, সাং- দশপাইকা, দৌলতপুর ১৪। শংকর চন্দ্রধর (৩৮), পিতা-মৃত ধীরেন্দ্র ধর, সাং- মোহাম্মদপুর খাজাঞ্চি, ১৫। জাবের উরফে বকরী জাবের (৩০), পিতা- অজ্ঞাত সাং- অজ্ঞাত, ১৬। সিতার মিয়া (৩৭), পিতা-মৃত লালু মিয়া, সাং-টেংরা আলী পাড়া, ১৭। আখতার হোসেন (৩৫), পিতা-আশিক আলী, সাং-রাউতের গাঁও, ১৮। আব্দুল হক (৪০), পিতা-রইছ আলী, সাং- শাহজির গাঁও, ১৯। রাজু আহমদ (৩৩), পিতা-ছোরাব আলী, সাং- চৌধুরী গাঁও, ২০। সিরাজুল ইসলাম রোকন (২৬), পিতা-তবারক আলী, সাং-পূর্ব চানশির কাপন, ২১। কয়েছ আহমদ (২৮), পিতা-মৃত সমর আলী, সাং- জানাইয়া, ২২। ফয়জুল (৩৮), পিতা-সোনাফর আলী, সাং- শাহজির গাঁও, ২৩। জাকির উরফে ব্লেক জাকির (২৮), পিতা-এলাইছ মিয়া, সাং-জানাইয়া, ২৪। রঞ্জু দাশ (৩৫), পিতা-মৃত রমেশ দাশ, সাং- নোয়ারাই, ২৫। আলী আহমদ (৪০), পিতা-শুকুর আলী, সাং-রায়পুর, খাজাঞ্চি, ২৬। আশিক খান ছখা (৩৮), পিতা-মাছিম খান, সাং-কুমারপাড়া, খাজাঞ্চি, ২৭। রুবেল মিয়া (৩২), পিতা-মৃত আং রজ্জাক, সাং-দক্ষিণ নোয়াগাঁও, বন্ধুয়া। ২৮। লুৎফুর মিয়া (৩০), পিতা-বাদশা মিয়া, সাং- বন্ধুয়া, খাজাঞ্চি, ২৯। মোঃ মাতিন মিয়া (৩৫), পিতা-ভুরু মিয়া, সাং-রহিমপুর, মাঝপাড়া, ৩০। আখতার (২৮), পিতা-আবুল হোসেন, সাং- রহিমপুর, ৩১।খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী (৩০), পিতা-আং গণী, সাং-গুমরাগুল, খাজাঞ্চি, ৩২। ফারাবি ইমন ইসলাম (২৮), পিতা-আং মতিন, সাং- কারিকুনা, ৩৩। অমিত দেব (৩৫), পিতা-আরজু দেব, সাং-বিশ্বনাথ, পুরান বাজার, ৩৪। আং বাতেন (২৮), পিতা-আং রউফ, সাং-কাউপুর, ৩৫। শাহজাহান সিরাজ (৫০), পিতা-মছদ্দর আলী, সাং- শ্রীধরপুর, ৩৬। ফয়সল আহমদ (৪৩), পিতা-আং হান্নান, সাং-সুনাপুর, ৩৭। তোফাজ্জল ভান্ডারী (৫০), পিতা-মৃত রুস্তুম আলী, সাং- তেলিকুনা, ৩৮। মিজাজুল (৪৫), পিতা- মৃত রুস্তুম আলী, সাং-তেলিকুনা, ৩৯। কুতুব (৩৫), পিতা-কদরিছ আলী, সাং-চকরাম প্রসাদ, ৪০। আং শহিদ (৩০), পিতা- ওহাব আলী, সাং- লামারচক, ৪১। মুন্না মিয়া (৩২), পিতা-আং ছত্তার, সাং-চকরাম প্রসাদ, ৪২। উজ্জল (২৮), পিতা-মৃত আব্দুল খালিক, সাং- মোল্লার গাউ, ৪৩। সোহাগ (৩০), পিতা-আব্দুল কুদ্দুস, সাং-জানাইয়া রোড, ৪৪। আহমদ শরীফ (২৯), পিতা-মৃত সুফই মিয়া, সাং-রামচন্দ্র পুর ৪৫। লাল মিয়া (৪০), পিতা-আং রসিদ, সাং- বাওনপুর ৪৬। তোরন মিয়া (২৮), পিতা-জমির আলী, সাং-ভুলাগঞ্জ ৪৭। ফয়জুল (৪৫), পিতা- আইয়ব আলী, সাং- তেঘরী ৪৮। মুন্না (২৮), পিতা-কছির আলী, সাং- ভুলাগঞ্জ ৪৯। জয়নুল আবেদীন (৩০), পিতা-হরমুজ আলী, সাং-কুরিখলা ৫০। অভিদেব (৩৬), পিতা-অশোক দেব, সাং- দত্তপুর সর্ব থানা- বিশ্বনাথ, জেলা-সিলেট। ৫১। সিরাজুল ইসলাম (৪১), পিতা-মৃত আশক আলী, সাং- কেশবপুর ৫২। শানুর আহমদ (৫৫), পিতা-মৃত সরাফত আলী, সাং- বিদ্যাপতি কেশবপুর ৫৩। আমিনুল ইসলাম উরফে শহিদ উল্ল্যাহ (৫০), পিতা-অজ্ঞাত, সাং- বিদ্যাপতি, সাঙ্গীরাই। ৫৪। সোহেল আহমদ (৩৫), পিতা-ওহাব আলী, সাং-কাজীরগাঁও ৫৫। এরশাদ (৩৮), পিতা-আং মতলিব মনা, সাং-মির্জার গাঁও ৫৬। আং রহমান (৩৫), পিতা- মৃত আছদ্দর আলী, সাং-বিদ্যাপতি ৫৭। জহির উদ্দিন (৩৬), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- বিদ্যাপতি ৫৮। আং করিম (৪০), পিতা-মৃত ইন্তাজ আলী, সাং-বরুনী ৫৯। শাহানশাহ (৩৮), পিতা-আব্দুল খালিক, সাং- বরুনী ৬০। মকদ্দছ আলী (৪৫), পিতা-মৃত মবত আলী, সাং- জানাইয়া ৬১। রুহেল খান (৩৫), পিতা-মৃত ওয়ারিছ খান, সাং-জাহারগাঁও ৬২। হিরা মিয়া (৪৫), পিতা-মৃত তফুর আলী, সাং-বড় খুরমা ৬৩। হেলাল (২৫), পিতা-মৃত ইর্শাদ আলী, সাং-ছনখাড়িগাঁও ৬৪। খালেদ রব (৪২), পিতা-মৃত গৌছ আলী, সাং-উত্তর দৌলতপুর ৬৫। কবির আহমদ (৪৫), পিতা-ইরফান আলী, সাং-দশপাইকা ৬৬। কামাল আহমদ (৪২), পিতা- মনির উদ্দিন (চচই), সাং-ছত্তিশ উত্তর ৬৭। রোকন মিয়াজী (৫০), পিতা- মৃত জহুর আলী, সাং- বড়তলা ৬৮। সজল মিয়া (২৭), পিতা-তোরন আলী, সাং- ধরারাই ৬৯। নজরুল (৩২), পিতা-মৃত মাশুক মিয়া, সাং- কোনারাই ৭০। আছাদ (৩০), পিতা-ফিরোজ আলী, সাং- রামচন্দ্রপুর, ৭১। আরব আলী (৪৩), পিতা-ফয়জুর রহমান চড়াই, সাং- রামপাশা, ৭২। বকুল (৪০), পিতা-শামসুল হক, সাং- আমতৈল ৭৩। ফয়জুর রহমান দুলু (৪২), পিতা-নাজিম উদ্দিন, সাং- রামপাশা ৭৪। সাইফুর রহমান (৫৫), পিতা-মৃত শরীয়ত উল্ল্যাহ, সাং- রামপাশা উত্তর, ৭৫। আফরোজ আলী (৩৫), পিতা-ছোয়াব আলী, সাং- কাটলীপাড়া ৭৬। ভিবাংশু গুন বিভু (৪৫), পিতা-হরিন্দ্র লাল গুন, সাং- বাউসেন ৭৭। মতিন মিয়া (৪৫), পিতা-মৃত জব্বার, সাং-মুনশির গাঁও ৭৮। হান্নান বদরুল (৪৫), পিতা-আং মমিন, সাং-বাজিতপুর ৭৯। মুজিবুর রহমান (৩৯), পিতা-আং আহাদ, সাং-সুখিপুর, কালীগঞ্জ বাজার। ৮০। প্রদীপ ধর (৪৬), পিতা-উলঙ্গ সূত্রধর, সাং-মজলিশপুর ৮১। লায়েক (৩৫), পিতা-আং আহাদ, সাং- মটুক কোনা ৮২। বেলাল (৪০), পিতা-গোলাব মিয়া, সাং-কোনারাই ৮৩। রফিক মিয়া (৪৮), পিতা-মাহমদ আলী, সাং- ছোট খুরমা ৮৪। ছাদিক মিয়া (৩২), পিতা-আং করিম, সাং- সুখিপুর, কালীগঞ্জ বাজার। ৮৫। সাহাব উদ্দিন (৩৫), পিতা-মহি উদ্দিন (মুতলিব), সাং-ছোট খুরমা ৮৬। রুবেল (২৮), পিতা-মানিক মিয়া, সাং- পশ্চিম – নোয়াগাঁও (দশঘর ইউ/পি) ৮৭। হোসাইন (২৬), পিতা মজিদ মিয়া, সাং-দোহাল ৮৮। মঈন উদ্দিন (৩৮), পিতা-মন্তাজ আলী, সাং- রামপুর ৮৯। জামাল মিয়া (৪৮), পিতা-ইলাছ মিয়া, সাং- রাউতরগাঁও ৯০। রুবেল (২৮), পিতা-মৃত আনাই মিয়া, সাং-শ্রীধরপুর ৯১। রেজাউল রেজা (২৫), পিতা-শাহজাহান সিরাজ, সাং- শ্রীধরপুর ৯২। সিদ্দেক আলী (৫০), পিতা-আফরোজ আলী, সাং-বড়তলা, ৯৩। আয়না মিয়া (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-বড় খুরমা, ৯৪। আলী হোসেন (২৪), পিতা- শাহজাহান সিরাজ, সাং-শ্রীধরপুর ৯৫। নুরুল ইসলাম (৩২), পিতা-ইশাদ আলী, সাং-দোহাল ৯৬। জহিরুল ইসলাম বাবর (৩৫), পিতা-হান্নান মিয়া, সাং-দোহাল ৯৭। আছাদ আহমদ (২৮), পিতা-ফিরোজ আলী, সাং-রামচন্দ্রপুর ৯৮। লিয়াকত আলী (৩০), পিতা-আং খালিক, সাং- রামচন্দ্রপুর ৯৯। মাছুম আহমদ (৩০), পিতা-আনই মিয়া, সাং- মনোহরপুর ১০০। আমির আলী (৩৫), পিতা-আলকাছ আলী, সাং- রামচন্দ্র পুর ১০১। মোহাম্মদ আলী (৩৬), পিতা-আলমাছ আলী, সাং- রামচন্দ্র পুর ১০২। আং রশিদ (৫০), পিতা-মৃত আং করিম, সাং- চকরাম প্রসাদ আইয়ুব আলী (৪০), পিতা-অজ্ঞাত, সাং-খালপাড়, খাজাঞ্চি, ১০৪। মুজিবুর রহমান (৪০), পিতা-জহুর আলী, সাং-বড়তলা ১০৫। সাইফুল (৩২), পিতা-মস্তফা, সাং- বড়তলা ১০৬। জামাল (৩৮), পিতা-মৃত আলফু মিয়া, সাং-কুনারাই, ১০৭। বেলাল (৩৫), পিতা-মৃত গোলাছ মিয়া, সাং-কুনারাই, ১০৮। শাহ আছাদ (৫০), সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, বিশ্বনাথ, সর্ব থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট।

এছাড়া আরও ৬০/৭০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলী নিজ বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে বিশ্বনাথ বাসিয়া সেতুর উপরে মোটরসাইকেল গতিরোধ করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকমীরা আমজদ আলীর উপর অতর্কিত হামলা করে এবং তার মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গুরুত্বর আমজদ আলীকে তাৎক্ষনিক সিলেট একটি হাসপাতালে ভর্তি করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *