নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, যুব ও ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখা কতৃক আয়োজিত পবিত্র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন,পবিত্র রমযান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। ইসলামে রমযান মাসের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। এই মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে। এই মাসে শবে-ক্বদরের মতো মহা বরকতম রাত রয়েছে।
বক্তারা বলেন, রোযা, তারাবীহ পালনের পাশাপাশি এই মাসে অধিকহারে অন্যান্য ইবাদত-বন্দেগী করার চেষ্টা-সাধনা করে যেতে হবে। পাশাপাশি নফল নামায আদায়, কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, দান-সদকাসহ ব্যাপক হারে ইবাদত-বন্দেগী পালন এবং সকল প্রকার অন্যায়, অপরাধ ও গুনাহ থেকে দূরে থাকার দাওয়াত সাধারণ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করতে হবে। গীবত তথা পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। জনকল্যাণ ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ততা বাড়াতে হবে।
শনিবার (১৫মার্চ) জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা ময়দানে এ আয়োজিত অনুষ্ঠাণে বক্তরা উপরোক্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সাবেক সভপতি মাওলানা মশাহিদ আলী দয়ামিরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, সদস্য মাওলানা আব্দুল মন্নান, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলার জমিয়তের সহ-সভাপতি মাওলানা শাহ রশিদ আহমদ মীয়াজানি, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুস ছোবহান।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শাহেদ আহমদ, যুব জমিয়ত সভাপতি মাওলানা ইমরান আহমদ, ছাত্র জমিয়ত সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।