বিশ্বনাথে চোর চক্রের তিন কিশোর এখন পুলিশের খাচায়

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

বিশ্বনাথ সংবাদদাতা : বিশ্বনাথে চুরির ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৩ কিশোরকে চুরি হওয়া মালামালসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে পৌর শহরের রামপাশা রোডস্থ লিটন এন্টারপ্রাইজ থেকে তাদেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃতরা হল, সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষনাবদ্ধ গ্রামের আব্দুল মতিনের পুত্র নাঈম মিয়া (১৭), (বর্তমান ঠিকানা, পৌর সভার জানাইয়া গ্রামের আব্দুর রবের কলোনী), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার লতারগাঁও গ্রামের মৃত হাসিম উদ্দিনের পুত্র আতাবুর রহমার (১২) ও তাহিরপুর থানার শরীফগঞ্জ গ্রামে রইদ্রিছ মিয়ার পুত্র শাহ আলম (১৭), বর্তমানে কারিকোনা গ্রামের মোজাজ্জর মিয়ার বাড়ি।

আটক সংঘবদ্ধ চোর চক্রের ৩ কিশোরকে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, বিশ্বনাথ পুরান বাজারস্থ আয়শা হার্ডওয়ার সেনেটারী মার্ট থেকে ১৮ আগষ্ট রাতে সংঘবদ্ধ চোরেরা দোকানের পেছন দিকে লোহার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বেশ কিছু সেনেটারী মালামাল চুরি করে নিয়ে যায়। এসব চোরাই মালামাল গত ১৯ আগষ্ট বিকেলে রামপাশা রোডস্থ লিটন এন্টারপ্রাইজে বিক্রি করতে যায় এই তিন কিশোর চক্র। দোকানের মালিক তাদেরকে দেখে সন্ধেহ হলে মালামালসহ তাদেরকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ চোরাইকৃত মালামালসহ তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার এসআই কবির আহমদ জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ৪৬১/৩৮০/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *