বিশ্বনাথে চাঞ্চল্যকর ডাবল মার্ডারের রায়ঃ মৃত্যুদন্ড ১, সাজা ১২ ও ৪২জন খালাস

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে দশ বছর পূর্বে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় রায় প্রদান করেছেন আদালত। রায়ে ১ আসামীকে মৃত্যুদন্ড, ১২ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৪২জন আসামীকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। ৯ জুন বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ইব্রাহিম আলী দুটি মামলার রায় ঘোষণা করেন।
জানা যায়, ২০১২ সালের ৮ অক্টোবর পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন সিঙ্গেরকাছ (পশ্চিম গাঁও) গ্রামের আব্দুর নূর ও আব্দুল খালিক। ওই ঘটনায় নিহত আব্দুল খালিকের পুত্র নূর উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষের ৪৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন (বিশ্বনাথ জিআর মামলা নং ১৭৪/২০১২ইং)। অপর দিকে, সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের আজমান আলী বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন (বিশ্বনাথ জিআর মামলা নং ১৭৮/২০১২ইং)।
নিহতের ঘটনায় নূর উদ্দিন এর দায়েরকৃত মামলায় সিঙ্গেরকাছ (পশ্চিমগাঁও) গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র অভিযুক্ত আব্দুল কাদিরকে মৃত্যুদন্ড- ও ৫০ হাজার টাকা অর্থদন্ড -, একই গ্রামের মৃত সমুজ আলীর পুত্র আব্দুল মনাফ, তার পুত্র সুহেল ও মৃত আছদ্দর আলীর পুত্র ইলিয়াছ আলীকে ১০ বছরের সশ্রম কারাদ- ও ১ লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদন্ড-, দশঘর গ্রামের মৃত ওয়াছিদ উল্লাহর পুত্র ধন মিয়াকে ৩ বছরের কারাদন্ড – ও ৫ হাজার টাকা অর্থদন্ড -, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড – এবং সিঙ্গেরকাছ (পশ্চিমগাঁও) গ্রামের মৃত তেরাব আলীর পুত্র আব্দুল মতিন, মৃত আরব আলীর পুত্র ইসলাম উদ্দিন, মৃত ইউনুছ আলীর পুত্র আলম, ইজার আলীর পুত্র রেজাউল করিম ও ছাতক উপজেলার কাদিপুর গ্রামের গেদু মিয়ার পুত্র রুবেলকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড- ও ১ হাজার টাকা অর্থদন্ড – অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড – প্রদান করা হয় ।
অপর দিকে, আজমান আলী বাদী হয়ে দায়েরকৃত মামলায় নূর উদ্দিন পক্ষের সিঙ্গেরকাছ (পশ্চিমগাঁও) গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান আবারক আলী ও এইক গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র আকবর আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড – এবং ১ হাজার টাকা অর্থদন্ড-, অনাদায়ের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড – প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার পর আদালত সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মনাফ, ধন মিয়া, আব্দুল মতিন, রুবেল, আবারক আলী ও আকবর আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আব্দুল কাদির এবং সাজাপ্রাপ্ত আসামী সুহেল, ইলিয়াছ আলী, ইসলাম উদ্দিন, আলম, রেজাউল করিম পলাতক রয়েছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *