নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভুইয়া’র বিরুদ্ধে তদন্ত হচ্ছে। চাউলধনী হাওরের ডাবল মার্ডার ও হাওর লীজের অনিয়ম দুর্নীতির বিষয়ে ১৭ আগষ্ট বুধবার সিলেট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে তদন্ত করা হবে। তদন্ত করবেন চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মোঃ আবু সাঈদ। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা অভিযোগকারীদের তদন্তে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাউলধনী হাওর রক্ষা ও কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালাম।
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানসহ চাউলধনী হাওর এলাকার কৃষকরা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সরকারের উর্ধ্বতন মহলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ প্রেরণ করলে এ তদন্ত অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগকারীরা জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়ার সাজানো মিথ্যা ও মনগড়া রির্পোটের কারনে চাউলধনী হাওরে কৃষকদের শতকোটি টাকার ইরি-বোরা ফসলের ক্ষতি হয়েছে এবং উর্ধ্বতন কর্মকর্তারা কোন ব্যবস্থা গ্রহন করেননি। এমনকি বড় অঙ্কের টাকার বিনিময়ে সাইফুল বাহিনীকে সহায়তা করায় চাউলধনী হাওরে দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তারা তদন্ত মোকাবেলার জন্য ইতিমধ্যে বিভিন্ন কাগজপত্রাদি সহ স্বাক্ষীপ্রমাণাধি নিয়ে প্রস্তুত রয়েছেন।