বিশ্বনাথে খামারীদের মধ্যে গবাদীপশুর ঔষধ ও হেলথকার্ড বিতরণ

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় খামারিদের মধ্যে ভিটামিন প্রিমিক্স, কৃমিনাশক, প্রশিক্ষণ ম্যানুয়েল ও হেলথ কার্ড বিতরণ করেছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালেরকরা। (১৫জুলাই) বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৭৫জন খামারীদের মধ্যে ২কেজি করে ভিটামিন  প্রিমিক্স, ৪টি করে কৃমিনাশক ট্যাবলেট, হেলথ কার্ড, প্রশিক্ষণ ম্যান্যুয়াল এবং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
এসময় মহিষ উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৩০জন খামারিদের মধ্যে ভিটামিন এবং কৃমিনাশক বিতরণ করা হয়।
বিশ্বনাথ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। 
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভিএফএ সাদেকুল ইসলাম, রাজমোহন দেবসহ খামারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *