নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছার খার হল একটি খড়ের ঘর। ঘটনাটি গত (৫এপ্রিল) শনিবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২টার দিকে উপজেলার অলংকারি ইউনিয়নের জানাইয়া শিমুলতলা গ্রামের মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক ও উপজেলা যুবলীগ নেতা মো: কামরান হোসেনের বাড়িতে ঘটে।
জানাযায়, গত (৪এপ্রিল) শুক্রবার প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে কামরান হোসেনের পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। অনুমান রাত সাড়ে ১২টার দিকে প্রথমে কয়েকটি বিকট শব্দ শুনতে পান। এক পর্যায়ে পাশের ঘরের লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে ঘর থেকে বেরিয়ে এসে তাদের খড়ের ঘরে আগুন দেখতে পান। আশে-পাশের লোকজনের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়। প্রতিবেশি সোনাফর আলি জানান, ২০০৫ সালেও একই ভাবে কে’বা করা একইভাবে অগ্নিকান্ড ঘটিয়েছিল।
এ রিপোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানাগেছে।