নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাইম আহমদ (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) রাত ৯টায় একই গ্রামের তাহির মিয়ার বসতঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তবে, তার পরিবারের দাবী, সাইমকে হত্যা করা হয়েছে।
সাইম বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর রাত পর্যন্ত তদন্ত করে ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে।
তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানাগেছে, তাহির মিয়া সাইমের চাচা (পিতার চাচাতো ভাই) হওয়ায় তাদের বাড়িতেই থাকত এবং কাজে কর্মে সহযোগিতা করতো। ঘটনার দিন বিকেলে তাহির মিয়ার স্ত্রী সাইমকে বাড়িতে রেখে পাশের নিজেদের পুরোনো বাড়িতে বেড়াতে যান। ঘটনার সময় তাহির মিয়া উপজেলা সদরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে গৃহকর্ত্রী বাড়ি ফিরে গেট তালাবদ্ধ দেখতে পান। ডাকাডাকি করেও ভেতর থেকে সাইমের কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাহির মিয়াকে ফোন করেন। পরে তাহির মিয়া ও সাইমের মা বাড়িতে এসে তালা ভেঙে বসতঘরে প্রবেশ করেন। তখন একটি বেডরুমে সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাইমকে দেখতে পান তারা।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া জানান, তদন্ত করতে বাড়ির মালিক ও ভিকটিমের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে সাইমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।