নিজস্ব প্রতিবেদক :: গত ২৮ এপ্রিল সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ কমপ্লেক্স মোড়ে উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর ‘পূর্বপরিকল্পিত দূর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে’ লামাকাজীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টার দিকে লামাকাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ‘লামাকাজী ইউনিয়নের সর্বস্থরের জনগণ’র ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের আব্দুস সোবহান ও স্বাগত বক্তব্য রাখেন মির্জারগাঁও গ্রামের মুরব্বী আবুল খয়ের জালালাবাদী। উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কাঁচা মিয়ার সভাপতিত্বে ও সংগঠক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কাস্টমস কর্মকর্তা ও শিক্ষাবিদ মুহিবুর রহমান কিরণ, আইনজীবি কল্যাণ চৌধুরী, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, রামপাশা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আয়াজ আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার সোহাদা বেগম, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন মাষ্টার। বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সোনাপুর গ্রামের অ্যাডভোকেট মাওলানা হাবিবুর রহমান, রামপুর গ্রামের সাজিদুর রহমান সুহেল, ব্যবসায়ী মিছবাহ উদ্দিন, সাতপাড়া গ্রামের সেবুল আফসারী, ভ‚রকি গ্রামের রহমত আলী মামুন, নূরুল আমিন, হাজরাই গ্রামের হাবিবুর রহমান মনু। এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।