বিশ্বনাথে আটগ্রাম বাজারে মসজিদের জায়গায় দোকান ঘর নির্মাণ : এলাকায় উত্তেজনা

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের, রামপাশা-লামাকাজী সড়কের পাশে আটগ্রাম বাজারে মসজিদের জায়গায় দোকান কোঠা নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দুই পক্ষের মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায় ১৯৮৯ সালে ধলিপাড়া গ্রামের মৃত হাজী মফিজ আলী আটগ্রাম বাজারে কতেক ভূমি দান করেন। এই বাজারে একটি মসজিদ নির্মাণের শর্ত দলিলে উল্লেখ রয়েছে। কিন্তু বিএনপি নেতা আব্দুস শহিদ আহমদের নেতৃত্বে কতিপয় লোক বে-আইনি ভাবে বাজার কমিটি গঠন করে মসজিদের জায়গায় ও বাজারের মধ্যখানে অবৈধভাবে দোকান কোঠা নির্মাণের চেষ্টা করছে এবং এলাকার সহজ-সরল লোকদের নিকট থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার দোকান বিক্রির অগ্রিম টাকা গ্রহণ করেছে। এ নিয়ে এলাকাবাসীর বৈঠকে আব্দুস শহিদ আহমদ কোন বিচার না মেনে উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তাছাড়া বিএনপি নেতা আব্দুস শহিদ ক্ষমতার দাপট দেখিয়ে বাজার সংলগ্ন পার্শ্ববর্তী ভূমি মালিকের রাস্তা বন্ধ করার চেষ্টা করছে । বিষয়টি নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *