ডেক্স রিপোর্ট : সিলেটের বিশ্বনাথে একটি কলোনীতে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে কলনীর মালিক জানিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার ধর্মদা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছরকুম আলীর কলোনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কলোনীতে থাকা বাশ-পালা দিয়ে নির্মিত কয়েকটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম রুনু জানান, আজ বৃহস্পতিবার রাত ৭টায় হঠাৎ প্রবাসী ছুরকুম আলীর কলোনীতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে এলাকার শতশত মানুষ আগুন নিয়ন্ত্রনে আনতে ঝাপিয়ে পড়েন। কিন্তু আগুণ নিয়ন্ত্রন আনার আগেই কলোনীতে থাকা কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ওসমানীনগর ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলেও তারা কেউ আসেননি বলে তিনি জানান।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, এ বিয়য়ে আমাদের কেউ অবহিত করেননি। তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন বলে তিনি জানান।