বিশ্বনাথ সদর ইউনিয়নকে পৌরসভার অর্ন্তভূক্ত না করলে কঠোর আন্দোলন

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে নবগঠিত পৌরসভায় সদর ইউনিয়নের সকল গ্রামকে অর্ন্তভূক্তি করার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলা সদরের পাশেই বিশ্বনাথ সদর ইউনিয়ন। কিন্তু সদর ইউনিয়নকে বাদ দিয়ে উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরের গ্রামগুলোকে পৌরসভায় অর্ন্তভূক্তি করা হয়েছে,। এ একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও দু:খজনক ঘটনা। এটা কোনভাবেই মেনে নেয়া যায়না সদর ইউনিয়নবাসি। অনতি বিলম্বে সদর ইউনিয়নের ৪, , ৬ ও ৮নং ওয়ার্ডের গ্রামগুলোকে পৌরসভার অর্ন্তভূক্তি করে পৌরসভার কার্যক্রম শুরু করতে হবে। অন্যতায় আইনি লড়াইসহ এ এলাকাবাসি নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়। গতকাল বুধবার (১৮নভেম্বর) দুপরে উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর সদর ইউনিয়নের ৪, , ৬ ও ৮নং ওয়ার্ডবাসি তাদের নিজ নিজ ব্যানারে এক মানববন্ধন কর্মসুচী অনুষ্টানে বক্তারা উরোক্ত কথা বলেন।

আন্দোলনের সমন্বয়ক উত্তর ধর্মদা গ্রামের শেখ আজাদের সভাপতিত্বে ও উপজেলা আলীগের দপ্তর সম্পাদক এবং ধর্মদা গ্রামের সাহিদুল ইসলাম সাহিদ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা মহব্বত আলী জাহান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, ৮ নং ওয়ার্ডের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুমিন মামুন, ৪নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ, সংগঠক বিভাংশু গুণ বিভু, নতুন সিরাজপুর গ্রামের শানুর আলী জয়দু, উপজেলা বিএনপি নেতা ও মোহাম্মদপুরের আসাদুজ্জামান নুর আসাদ, হিমিদপুর গ্রামের মো. আমির আলী, বড়ইগাও গ্রামের ফজলুর রহমান, রজকপুরের মনোহর হোসেন মুন্না, রুজেল আহমদ চৌধুরী, ভাটশালার ফজলু মিয়া, সরুয়ালার টিপু আলী, শাহজিরগাওয়ের ফয়জুল ইসলাম জয়, রাজ মোহাম্মদপুরের নাজিম উদ্দিন রাহিম, ব্যবসায়ী নজরুল ইসলাম আজাদ, হিমিদপুরের বাদশা মিয়া, আতিকুর রহমান প্রমূখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দন্ডপানিপুরের আরকুম আলী।

মানববন্ধনে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, মোহাম্মদপুর গ্রামের মাসুক মিয়া, কল্যাণভাটের হালিম শিকদার, সাবসেনের মাসুক মিয়া, নতুন সিরাজপুরের কবির আহমদ, উত্তর ধর্মদার মাওলানা শেখ শাহিদুর রহমান, সরুয়ালার আব্দুর রূপ, সিরাজপুরের আনছার আলী, রজকপুরের ইলিয়াস আলী, পুরান সিরাজপুরের মকরম আলী, আব্দুল হান্নানবাওনপুরের আয়ুব আলী বারী। এসময় আরও উপস্থিত ছিলেন, ইলিমপুর গ্রামের শেখ ফজর রহমান, হিমিদপুরের হাজী শাহেদ মিয়া, ফজলুর রহমান শিপন, মুহিব উদ্দিন সুজেদ, সাজ্জাদ আলী, উত্তর ধর্মদার শেখ সালাউদ্দিন, শেখ শিপন আহমদ, বাওনপুরের আতিক আহমদ, তাতিকোনার আবুল বাশার, তানভীর আহমদ, রাজ মোহাম্মদপুরের মনির আহমদ, তাজুল ইসলাম, ফরহাদ মিয়া, ধর্মদার নজরুল ইসলাম, রজকপুরের আতিকুর রহমান মুরাদ, শাহান মিয়া, আতাপুরের আবুল কালাম, আব্দুল ওদুদ, আব্দুস শহীদ, নানু মিয়া, কাইয়া কাইড়র আব্দুল আহাদ রকন, ধীতপুরের সৈয়দ হোসেন, সরুয়ালার আব্দুর রূপ, ইমরুজ আহমদ, পশ্চিম শাসরামের লাল মিয়াসহ ৪টি ওয়ার্ডের সর্বস্থরের জনগন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *