বিশ্বনাথের বরখাস্তকৃত মেয়র মুহিবুর রহমানের পুনর্বহালে আনন্দ মিছিল

বিশ্বনাথ রাজনীতি সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথের প্রথম পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে তাঁর পরিষদের ৭কাউন্সিলার স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অনাস্থা প্রস্তাব দেয়ায় সংশ্লিষ্ট মন্ত্রনালয় মুহিবুর রহমানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। এ নিয়ে গত ১মাস ধরে উপজেলার সর্বত্র আলোচনা সমালোচনা ঝড় বইছিল। হাট বাজার হোটেল রেস্তোরা গ্রাম্য সালিশসহ সর্বত্র ছিল মুহিবুর রহমানকে বরখাস্তের ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছিল। মুহিবুর রহমান মহামান্য হাইকোর্টে বরখাস্তের চিঠিকে চ্যালেঞ্জ করে বরখাস্তের আদেশ স্থগিতের আবেদন করলে মহামান্য হাইকোর্ট স্থানীয় মন্ত্রনালয়ের চিঠিকে অবৈধ ঘোষনা করেন। মহামান্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে হাইকোর্টের আদেশ স্থাগিতের আবেদন করলে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপ্রতি এনায়েতুর রহীম শুনানী শেষে নো অর্ডার করেন। এতে হাইটোর্কের আদেশ বহাল থেকে য়ায়। অর্থাৎ আইনি লড়াইয়ে মুহিবুর রহমান বিশ্বনাথ পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন জটিলতা রইল না।

আজ দুদিন ধরে পৌর মেয়র মুহিবুর রহমানের কর্মী সমর্থকরা উপজেলা সদরে ব্যন্ডপাটি দিয়ে বাঝনা বাজিয়ে আনন্দ মিছিল ও উল্লাস করছেন। এনিয়ে কাউন্সিলারদের সমর্থক ও চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে যে কোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *