নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ-ওসমানীনগর এদুটি উপজেলার সারা দেশের ন্যায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। বিভিন্নভাবে প্রচার ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হওয়ায় বৃষ্টির মধ্যেও শিশুদের নিয়ে ইপিআই কেন্দ্রে হাজির হতে দেখা যায়। উভয় উপজেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের কর্ম তৎপরতায় বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৯৮ভাগ শিশুকে ভিটামিন এক্যাপসুল খাওয়ানো হয়েছে।
বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নের ১৯৩টি ইপিআই কেন্দ্রের মাধ্যমে ৩০হাজার ৬৬৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল। ওসমানীনগর উপজেলায় ১৯২টি কেন্দ্রের মাধ্যমে ২২হাজার ৮শ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সব কেন্দ্রের রির্পোট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পৌছেনি বলে জানা গেছে।