বিশ্বনাথ আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের নির্বাচন: কে হবেন সভাপতি?

Uncategorized
শেয়ার করুন

আবু-সুফিয়ান/কামাল উদ্দিন :: বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির নির্বাচনে প্রচারনা এখন তুঙ্গে। আগামি ১৫জুলাই সোমবার, নির্বাচনের দিন ও তারিখ ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়েও একটি গর্ভনিং বডির নির্বাচনে এমন প্রচার প্রচারনা আর কখনো দেখা যায়নি।

বিশ্বনাথের ডাক ২৪ ডট কমের পক্ষে সরেজমিনে গিয়ে ভোটার, ছাত্র-শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে  এ প্রতিবেদনটি তৈরী করা হয়। কলেজ ও স্কুল অংশে সদস্যরা পৃথক পৃথক ভাবে প্রতিদ্বন্দিতা করলেও মূলত দুটি প্যানেলে প্রতিদ্বন্দিতা হচ্ছে। একটি প্যানেল হচ্ছে, বর্তমান গর্ভনিং বডির সভাপতি আব্দুস শহীদ বাদশা মিয়া সমর্থীত আর ওপর প্যানেল হচ্ছে, সাবেক সভাপতি পীর সিরাজুল ইসলাম সমর্থীত। এ নির্বাচনে ভোটার হচ্ছেন, কলেজ অংশে ৬২ জন,  স্কুল অংশে পুরুষ ৩০৯ জন ও মহিলা ৮৬ জন সহ মোট ৩৯৫জন। দাতা ৩৩ জন ভোটাররের মধ্যে ২২ ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা রয়েছে।

রামপাশা, আশুগঞ্জ, রাজাগঞ্জ, নয়াবন্দর এ ৪টি বাজারে এখন প্রতিদিন হোটেল রেস্তোরায় এ নির্বাচন নিয়ে আলোচনার ঝড় বইছে। কেউ বলছেন, বর্তমান সভাপতি বাদশা মিয়ার প্যানেল তথা তার পক্ষের লোকজন নির্বচিত হবেন। আবার অধিকাংশ লোকজন জানিয়েছেন, বাদশা মিয়া ৩ বছর সভাপতি থাকাবস্থায় প্রতিষ্টানের কোন কিছুই উন্নয়ন করেননি। কিংবা পরিক্ষার ফলাফল ও নিম্ন মানের। তিনি সিলেট থেকে প্রতিষ্টানের প্রয়োজনে সময়মতও আসেননি। এমন অভিযোগ করলেন বেশকিছু ভোটারগণ। পাঠাকইন, পাঁচঘরি, পালের চক, আশুগঞ্জ বাজার ও তেঘরি গ্রাম সহ কয়েকটি গ্রামের অভিভাবক তথা ৫০জন ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন, পীর সিরাজের প্যানেলে যারা প্রার্থী হয়েছেন, তাদেরকে তারা নির্বাচিত করবেন। মাত্র ৫জন ভোটার বাদশা মিয়ার পক্ষের কথা বলেছেন। ভোটার নয়, এমন ১৫/২০ জন এলাকার সাধারণ লোকজন জানিয়েছেন, তাদের ধারনা পীর সিরাজের প্যানেরের প্রার্থীরাই বিজয়ের সম্ভাবনা রয়েছে। এখানে কেই কেউ বলছেন, টাকা দিয়েও ভোট কেনার কথা শুনা যাচ্ছে। সব মিলিয়ে আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হওয়ার দাবি করেছেন এলাকাবাসি। বলা আবাশ্যক যে, সভাপতি পদে সরাসরি ভোটে অংশ গ্রহণ করার কোন সুযোগ নেই।

বিভিন্ন ক্যাটাগরির সদস্যরা নির্বাচিত হয়ে এলাকা থেকে যে কোন শিক্ষিত, বিজ্ঞ ব্যক্তিকে সভাপতি ও শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করার বিধান রয়েছে। আমরা চাই আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজে সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটি এ প্রতিষ্টানটির সার্বিক উন্নয়নে ভুমিকা পালন করবেন এটাই সকলের কাছে প্রত্যাশা।  


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *