স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। গতকাল (১৭ জুন) বুধবার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লাল টেক গ্রামের ইমরান আহমদের বাড়িতে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন, হাজী আরজান আলী।
সভার শুরুতে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের সদস্য (বরখাস্তকৃত) ও প্যানেল চেয়ারম্যান (১) মো: আলতাব আলী। সভায় তিনি অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের সাথে ঘনিষ্ট সম্পর্ক ছিল। তার সরলতার সুযোগে অতি কৌশলে একটি সাদা চেকে স্বাক্ষর নিয়ে ২লাখ ৮০ হাজার টাকার সাজানো চেক ডিজওনার মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করেছেন। শুধু তাই নয় ইউনিয়নে জমি দখল, চাদাবাজি, সন্ত্রাসী, সরকারি সম্পদ আত্নসাৎসহ এমন কোন অপকর্ম নেই যে তিনি করছেন না। তার অন্যায় অত্যাচারে ইউনিয়নবাসি অতিষ্ট। ইউনিয়নের টেবিলের ড্রায়ার থেকে চেয়ারম্যান রুহেল নিজে নির্লজ্জভাবে টাকা লুকিয়ে একজন নিরিহ গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আলতাব আলী মেম্বার মহামান্য হাইকোর্টে একটি মামলা থাকাবস্থায় চেয়ারম্যান প্রশাসনে ভুল তথ্য দিয়ে আমাকে বরখাস্থ করান। তার বক্তব্য শুনে উপস্থিত লোকজন চেয়ারম্যানের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ইউনিয়নবাসি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান।বক্তারা বলেন, চেয়ারম্যান রুহেল ইউনিয়ন পরিষদের নিয়মনীতির তোয়াক্কা না করে পরিষদের অন্যান্য সদস্যদের মতামত না নিয়ে জোর পূর্বকভাবে পরিষদ পরিচালনা করছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মরব্বি মুসলিম আলী, আখলিছ আলী, খুশিদ আলী, আলাল মিয়া, সাদ মিয়া, আলকাছ আলী, হাজী আব্দুর রহমান, আংগুর মিয়া, রুনু মিয়া, আব্দুস সুপান, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আব্দুর রকিব, আনোয়ার আলী, আব্দুস সালাম, খুশিদ মিয়া, আব্দুর রহিম, কবির মিয়া, মন্তা আলী, বাবুল মিয়া, আশিক আলী, আব্দুল মন্নান, জমশিদ আলী, সমছু মিয়া, ওয়ারিস আলী, সিদ্দিক আলী, নুরুল ইসলাম, বাবুল মিয়া, ইমরান আহমদ, আশিক আলী, সেবুল মিয়া, হেলাল মিয়া, জবুল মিয়া, সফিক আলী, আনসার আলী, সাদ উল্লাহ, আনোয়ার আলী, মাছুম মিয়া, মছব্বির আলী সহ প্রমুখ। ৫গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।