স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার হিফজ বিভাগের সহকারী শিক্ষক হাফিজ মো: আব্দুল আহাদ মঞ্জলালী হুজুরকে ১লক্ষ টাকা বিদায়ী সম্মননা দেয়া হয়েছে। বৃহস্পতিরাব (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাবেক হিফয বিভাগের ছাত্র সংগঠন লতিফিয়া এডুকেশন ট্রাস্টের উদ্দ্যোগে মাদরাসার হল রুমে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় বিদায়ী শিক্ষককে ট্রাস্টের পক্ষ থেকে উপহার স্বরুপ নগদ ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও শ্রদ্ধাঞ্জলিসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী হুজুরের হাতে তুলে দেয়া হয়।
মাদরাসা গভর্নিং বডির সভাপতি শওকত আলী ইমনের সভাপতিত্বে ও হিফয বিভাগের সাবেক ছাত্র হাফিজ তোফায়েল আহমদ ও হাফিজ হেলাল আহমদ সেবুল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মখলিছুর রহমান সাহেব, ভাইস প্রিন্সিপাল লুৎফুর রহমান বাবুল, হিফয বিভাগের প্রদান শিক্ষক হাফিজ জমির আলী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রশিদ, আব্দুর রহিম।
হিফজ বিভাগের সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ গোলাম কিবরিয়া, হাফিজ আনহার আলী, হাফিজ রুহুল আমিন, হাফিজ ইসলাম উদ্দিন লতিফী, হাফিজ আনফর আলী, হাফিজ দিলোয়ার হোসেন, হাফিজ আলম খান, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ জুলেখ মিয়া, হাফিজ আলী হুসেন, হাফিজ লোকমান আহমদ, হাফিজ ফরহাদ, হাফিজ সাজলু, হাফিজ মাছুম খান, হাফিজ আব্দুল বাছির, হাফিজ আব্দুর রহমান শামীম, হাফিজ আব্দুল জলিল, হাফিজ আখতার হোসাইন, হাফিজ বুরহান, হাফিজ ওয়েছ, হাফিজ শামসুর রহমান লিমন সহ প্রমুখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আজিজুর রহমান মনজু।
দীর্ঘ ২০বছর যাবৎ এ মাদরাসায় শিক্ষকতা করেছেন হাফিজ আব্দুল আহাদ হুজুর। সৃষ্টি করে রেখে গেছেন অসংখ্য কোরআনে হাফেজ। অশ্রুভেজা চোখে হুজুরের এ বিদায় যেন কেউই মেনে নিতে পারছেননা। অবশেষে হুজুরের দীর্ঘায়ু কামনা করা হয়।