আব্দুস সালাম : জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান বলেছেন, বিশ্বনাথের প্রবাসীরা শুধু নিজেদের জন্যে নয় দেশে যে কোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অসহায়দের কল্যাণেও তারা কাজ করে যাচ্ছেন। প্রাণঘাতি করোনা ভাইরাসে দেশ বিদেশে লকডাউন, নিজেদের পরিবার নিয়ে কোনমতে বেঁচে থাকার প্রচেষ্টা যখন সর্বত্র। তখনও প্রবাসিরা ভুলে যাননি দেশের অসহায় মানুষের কথা। তাই প্রবাসিরা সর্বদা দেশের জন্য নিবেদিতপ্রাণ। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ভল্লবপুর গ্রামের মনোহর আলী ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসি ও বিশ্বনাথ আল-বুরাক শপিং সিটির ডিরেক্টর মনোহর আলী ও তার পরিবারের পক্ষ থেকে করোনা পরিস্থিতি ও মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। (২২ এপ্রিল) বুধবার দুপুরে ভল্লবপুর গ্রামের প্রায় ১৫০টি কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে এসব খাবার তুলে দেয়া হয়। সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি শামীম মুসা, সমাজ সেবক আব্দুস শহীদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি আশিক আলী। এসময় উপস্থিত ছিলেন, এমপির সহকারি ও মনোহর আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের কোডিনেটর সাংবাদিক অসিত রঞ্জন দেব, ইনকিলাব পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালাম, আমাদের সতুন সময় পুত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি পাবেল ছামাদ, খাবার বিতরণ অরগেনাইজার হেলাল মিয়া, আলাল, মিয়া, ইলিয়াছ আলী প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ৩ কেজি পেয়াজ, ৪ কেজি আলু, ১ কেজি ছোলা, ২ কেজি ডাইল, কেজি লবন, ২ লিটার সোয়াবিন তেল, দুধ ২০০ গ্রাম, রসুন ৫০০ গ্রাম ও চা পাতা ১০০ গ্রাম। আল্লাহপাক তাদের নেক হায়াত ও তাদের সাহায্য সহযোগীতাকে কবুল করুন আমিন।