ডাক ডেক্স : বিশ্বনাথের ডাক ২৪. কম পত্রিকায় গত ১৩ জুন ২০১৯ ইং তারিখে ‘বিশ্বনাথে যুবলীগ নেতা রাসেল’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা, শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দৌলতপুর গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র রাসেল আহমদ। তিনি লিখিত এক প্রতিবাদ লিপিতে বলেন, ঘটনাটি সম্পুর্ণ মিথ্যা বানুয়াট এবং সাজানো। একটি মহল তার মান সম্মান ক্ষুন্ন করার জন্য ঘটনা সাজিয়ে আদালতে মামলা করেছেন। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
প্রকৃত ঘটনা হচ্ছে, যুক্তরাজ্য প্রবাসি দৌলতপুর গ্রামের মৃত ইদ্রিছ আলী পুত্র ফারুক মিয়া তার (রাসেলের) মাধ্যমে ছাতক উপজেলার কুমারকান্দি গ্রামের আব্দুস সোবহান ও আব্দুস সালামের জায়গা কেনার জন্য একটি লিখিত আনরেজিষ্টার বায়নামা করেন এবং বায়নামা মোতাবেক ৯ লক্ষ টাকা জায়গার মালিকদের সমজিয়ে দেয়া হয়। কিন্তু চালাক চতুর ফারুক মিয়া জায়গা না কেনার অজুহাতে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে জমি রেজিষ্টারি না করে তার সমর্থিত দৌলতপুর গ্রামের নুর আলীর পুত্র আব্দুর রহিম ওরফে রহিম উদ্দিনকে আমোক্তার সাজিয়ে আদালতে এই সাজানো মামলা দায়ের করেন। প্রকৃত পক্ষে ফারুক মিয়া জমি না কেনার এবং রেজিষ্টারি না করার কৌশল হিসেবে এই মামলা সৃষ্টি করেন। রাসেল আহমদ এমন সংবাদে তার আত্নীয় স্বজন ও দলীয় নেতা কর্মী সহ কেউ তাকে (রাসেলকে) ভুল না বুঝতেও অনুরোধ করেন।