পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের নিয়োগবিধি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ থাকাসত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারিদের নিয়োগবিধি বাস্তবায়ন হচ্ছে না। বরং পরিবার কল্যাণ সহকারিগণ তৃতীয় শ্রেণীর কর্মচারি হয়ে নিয়োগ প্রাপ্ত হওয়ার দীর্ঘদিন পর প্রমোশন না দিয়ে ১৭তম গ্রেড দিয়ে ৪র্থ শ্রেণী করে রাখা হয়েছে। বিষয়টি অতি গোপনে করা হলে সম্প্রতি এ ঘটনা জানাজানি হলে সারা দেশে সাড়ে ২৯ হাজার কর্মচারিদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে কর্মচারিরা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা স্বাক্ষাতের আগ্রহ প্রকাশ করলে কোন সুযোগ পাচ্ছেন না। কতিপয় কর্মকর্তা দীর্ঘদিন ধরে সুকৌশলে Family Planning Inspector (FPI) পরিবার পরিকল্পনা পরিদর্শক ও Family Welfare Assistant (FWA) পরিবার কণ্যাল সহকারিদের পদ বিলুপ্তির ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হওয়ায় সারা দেশের কর্মচারিরা ১৮ অক্টোবর ঢাকায় তাঁকে মানববন্দনের মাধ্যমে অভিনন্দনের প্রস্তুতি গ্রহন করা হলে তাদেরকে সরকার বিরোধি বলে জোর পূর্বকভাবে কর্মসুচী বাতিল করা হয়। এজন্য তারা প্রধানমন্ত্রীর নিকট বিচার দাবি করেছেন।
(১৮অক্টোবর) শুত্রবার বিকেল ২টায় মৌলভীবাজার সদর হাসপাতালে মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি মুহিতুর রাহমানের সভাপতিত্বে সিলেট বিভাগীয় কর্মী সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: লিয়াকত আলী, সিলেট বিভাগীয় সভাপতি কৃপাময় চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মুজিবুর রাহমান, সিলেট জেলা শাখার সভাপতি রাশেদা খানম রিনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েছ রশিদ দেলোয়ার, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাফিজুর রহমান, মো: ফিরুজ আলী, আজাদুল ইসলাম, মো: জসিম উদ্দিন, পরিবার কল্যাণ সহকারী সিরিয়া বেগম, নুরজাহান বেগম, শেফালি বেগম, সফি বেগম, ঝর্না বেগম, নীয়তি রাণী সিনহা, জোসনা বেগম এবং সভা পরিচালনা করেন মৌলভীবাজা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমদ। সভায় বক্তারা সকল দাবী বাস্তবায়নে সকলকে ঐক্য বদ্ধ থাকার আহবান জানান ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *