পরিবার পরিকল্পনা বিভাগের সাফল্য এখন বিশ্বজুড়ে : একে এম আব্দুস ছোবহান

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় সহকারি পরিচালক একেএম আব্দুস ছোবহান বলেছেন, পরিবার পরিকল্পনা বিভাগের সাফল্য এখন বিশ্বজুড়ে। এ বিভাগের কার্যক্রম বিভিন্ন জরিপে বিশ্বেনন্দিত ও প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে তা অনুস্মরনের চেষ্টা করছেন। জনসংখ্যা নিয়ন্ত্রনের মাধ্যমে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ দেশের স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, স্যানিটেশন সহ আর্থ সামাজিক উন্নয়নে মাঠ কর্মচারিদের অবদান অভিস্মরণীয়। তিনি বলেন, ষাটের দশকে জন্ম হার, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর অবস্থা ছিল ভয়াবহ। আমাদের দাদি, নানির আমলে গড় সন্তান সংখ্যা ছিল ১২ থেকে ১৪ জন, মা-চাচির আমলে ছিল ৬ থেকে ৭ জন। কিন্তু বর্তমানে গড় সন্তান সংখ্যা এখন প্রায় আড়াইজন। সুতরাং পরিবার পরিকল্পনা বিভাগের কাজের অবমূল্যায়নের কোন সুযোগ নেই। মানুষের আয়ু বৃদ্ধি, আয় বৃদ্ধি, খাদ্যাভাসের পরিবর্তন, শিক্ষার উন্নতি হলেও বাল্য বিবাহ আমাদের প্রগ্রামকে কিছু বাধাগ্রস্ত করছে। তাই আমরা বাল্যবিবাহ রোধে বিবেক বোধ থেকে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বালাগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে মাঠ কর্মীদের মাসিক সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হামিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আউয়াল। আলোচনায় অংশ গ্রহণ করেন, কমিউনিটি মেডিকেল অফিসার অহীন্দ্র সুত্র ধর, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রব, রাজিব ভুট্টাচার্জ, সন্তস দাস, শ্যামলি দাস, পরিবার কল্যাণ সহকারি নুর জাহান বেগম, আয়াতুন নেছা, নাজমা বেগম, সুলতানা আক্তার, শিলপি রাণী দাস প্রমুখ।    


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *