দোয়ারাবাজারে জাল টাকার মেশিনসহ দুইজন আটক

সুনামগঞ্জ
শেয়ার করুন

ডাক ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মরহুম শরিফ উল্লাহর ছেলে মো. আখলিছ মিয়া ও শেরপুর জেলার মরহুম তাইকেন মরংয়ের স্ত্রী শিলা রানী রিচিল।

জানা যায়, দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান ও এসআই মো. সম্রাজ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজারের আব্দুল কাদিরের দোকান থেকে এক হাজার টাকার অবিকল নকল মুদ্রা, প্রতি পাতায় চারটি করে মুদ্রা ছাপানো ১২০ পাতা, মোট ৪৮০টি নোট (চার লাখ আশি) হাজার টাকা ও জাল নোট তৈরির মেশিনসহ তাদের আটক করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে আটকদের আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *