দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছেঃ অসহায়দের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নিদের্শ- বিশ্বনাথে নাদেল

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তরা খাদ্যাভাবে যাতে কোন কষ্ট না পায়, সে জন্য সিলেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে। তিনি বন্যায় সৃষ্ট মানবিক বির্পযয় উত্তোরণে সমাজের প্রতিটি বিত্তশালীদের এগিয়ে আসার আহবানও জানান।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি’র সভাপতিত্বে ৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইয়াহিয়া কমিউনিটি সেন্টারে চেয়ারম্যান আরশ আলী গণি’র পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও নলকূপ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশফাক আহমদ বলেন, খাজাঞ্চী ইউনিয়নের মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এমন এক ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, যে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তাদের পরিবারের চার ভাই দেশে এসে মানুষকে সহায়তা করছেন। তাদের মানবিক এ সহায়তা মানুষের মনে আজীবন স্মরণ থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সদস্য এএইচএম ফিরোজ আলী বলেনে, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বন্যায় পূর্ণবাসন কর্মসূচীর বরাদ্ধে সহায়তার জন্য শফিউল আলম নাদেলের দৃষ্টি আকর্ষন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট মুজিবুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুন নুর, সৌদি প্রবাসী জমির আলী, আনছার মাহমুদ, হাবিব হাসান প্রমুখসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, ৭ জুলাই বিকেল ৩ টায় খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শতাধিক দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মখদ্দুছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুন নুর, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ধরসহ ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *