নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার কয়েকটি পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন।
এসময় তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে প্রত্যেকেই সমান অধিকার নিয়ে বসবাস করে। আমাদের ধর্মীয় উৎসবগুলো কেবল এক ধর্মের নয়, বরং সবার জন্য আনন্দ ও সহমর্মিতা ছড়িয়ে দেয়। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতায় বিশ্বাস করে। জাতির জনজীবনে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সকল ধর্মের মানুষকে সমানভাবে মূল্যায়ন করে আসছে বিএনপি। দেশ আজ সংকটাপন্ন সময়ে রয়েছে। এ সময় আমাদের পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে।”
তাহসিনা রুশদী লুনা উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্মের নামে বিভাজন নয়, বরং ধর্মীয় সহাবস্থানই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। দেশকে সত্যিকারের শান্তি ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে সব ধর্মের মানুষকেই একসাথে কাজ করতে হবে।
মঙ্গলবার শুরুতেই লামাকাজি ইউনিয়নের দীঘলি, পর্যায়ক্রমে দেওকলস ইউনিয়নের কালীগঞ্জ, বাগিছা বাজারে, দশঘর ইউনিয়নে, এরপর পৌরসভার জানাইয়া ও বিশ্বনাথ বাজারে হিন্দুপাড়া পুজামণ্ডপগুলোতে গিয়ে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।