থানা থেকে উধাও ৬০ বোতল মদ : অভিযুক্ত ইঁদুর গ্রেফতার

আন্তর্জাতিক
শেয়ার করুন

ডাক ডেস্ক : পুলিশি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল। যদিও বিচারকদের সামনে আজব দাবি করলেন ‘অসহায়’ পুলিশকর্মীরা। তারা জানালেন, ওই মদ ‘ডাকাতি’ করেছে একদল ইঁদুর। খোঁজ করে এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে ‘গ্রেপ্তার’ করা হয়েছে। এমনটাও সম্ভব?

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। থানার গুদাম রাখা হয়েছিল বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি। কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্য। আদালতে পুলিশ দাবি করল, তারা খালি বোতল দাখিল করতে পারবে, কারণ মদ খেয়ে ফেলেছে একটি ইঁদুর। ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে গ্রেপ্তার অর্থাৎ কিনা ধরা গিয়েছে।

পুলিশের দাবি, ইঁদুর শুধু মদের বোতলই নয়, অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে। এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশে খুবই অস্বাস্তিতে তারা।

জানা গিয়েছে, কেবল ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অন্য সরকারি দপ্তরগুলোও ইঁদুরের দাপটে জেরবার। জেলা হাসপাতালেও নাকি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঁদুর ধরা হয়ে থাকে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *