সংবাদ বিজ্ঞপ্তি: সিলেট-২ (বিশ্বনাথ ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন নেতৃত্ব দিয়েছেন। জেল-জুলুম, নির্যাতন ও নানা ষড়যন্ত্রের মাঝেও তিনি কখনো মাথা নত করেননি। তাঁর ত্যাগ ও সাহস আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’ ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দেশ এগিয়ে যাওয়ার পথে নতুন দিগন্তে পৌঁছাবে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সময়োপযোগী ও সাহসী নেতৃত্ব দিচ্ছেন। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরে আসবে।’
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সিলেটের ওসমানী নগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এ দোয়া ও শোকসভার আয়োজন করে।
স্থানীয় বিএনপি নেতা আব্দুল মুকিত মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা সুমন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ছালিক মিয়া, ফজল আহমদ জনি, আব্দুল মতিন, ইসলাম উদ্দিন, জমির আহমদ, সৈয়দ মোফাজ্জল আলী, শফি আহমদ চৌধুরী, যুবদল নেতা লাহি হোসেন মেম্বার, তাজুল ইসলাম, আনহার মিয়া, আবুল কালাম মেম্বার, জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী, ছাত্রদল নেতা সাদেক আহমদ, সাহেদ মাসুদ, রাজু আহমদ প্রমূখ। শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্তাপ্রেরক:
মো. ময়নুল হক
একান্ত সচিব
