ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর

অপরাধ রাজনীতি সিলেট
শেয়ার করুন

ডাক ডেস্ক : সিলেটে উত্তাপ বাড়ছে, দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাকা হরতালে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচিুর করেছে।

রোববার(২৯অক্টোবর) সকাল থেকে সিলেট নগরী ও শহরতলীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং চলছে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল ও রাবার বুলেট ছোঁড়ার ঘটনা ঘটেছে। এছাড়াও গাড়ি ভাংচুর ও রিকশায় আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে।

জানা যায় ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার, লালাবাজারে টায়ার জ্বালিয়ে আগুন ও অতিরবাড়ি নামকস্থানে সকাল ১০টার দিকে গাছ ফেলে সড়ক অবরোধ করে দক্ষিণ সুরমা বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমদ ও সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম।

সকাল সাড়ে নয়টার দিকে জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস নামক স্থানে যুবদলের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছুঁড়ে তারা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড টিয়ার সেল ছুঁড়লে পালিয়ে যায় যুবদলের নেতাকর্মীরা।

এদিকে নগরীর দরগাহ গেইট এলাকায় জাতীয় দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করেছে বিএনপির পিকেটাররা। একই সময়ে একটি রিকশাতে আগুন ধরিয়ে পালিয়ে যায় ওই দলের পিকেটাররা।

একইদিন সোয়া ৯টার নগরীর জেল রোড পয়েন্ট থেকে মহাজনপট্টির গলির দিকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর কয়েছ লোদীর নেতৃত্বে ২৫-৩০ জন বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে দুই পয়েন্টের মধ্যবর্তী স্থানে এসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় তারা পিকেটিং শুরু করেন। তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জিন্দাবাজারে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে পিকেটিং করার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিভিন্ন স্থানে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে কি পরিমাণ ব্যবহার করা হযেছে তা এখন বলা যাচ্ছে না। পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *