ডিআইজি পার্থর বাড়িতে দুদক, টাকাভর্তি ব্যাগ পাশের বাড়ির ছাদে!

Uncategorized
শেয়ার করুন

নিজ বাসায় অবৈধ টাকা সংরক্ষণ করেও শেষ রক্ষা হলো না সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল পার্থ গোপালের বাসায় অভিযান চালাতে গেলে তাদের উপস্থিতি টের পেয়েই টাকাভর্তি ব্যাগ ছুড়ে ফেলে দেওয়া হয় পাশের বাড়ির ছাদে।

অবশেষে তল্লাসী চালিয়ে সেই টাকাভর্তি ব্যাগ জব্দ করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২৮ জুলাই রবিবার বিকালে রাজধানীর ধানম-ি গ্রীনরোড়ের ভূতের গলি এলাকায় তার বাসায় অভিযান ৮০ লাখ টাকা জব্দ করার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, ওই সব টাকা ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জন করে পার্থ
গোপাল বণিক তার বাসায় গচ্ছিত রাখেন।

এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ।
পরে ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা বাসায় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ইউছুফের নেতৃত্বে দুদকের একটি দল তার ভূতের গলি বাসায় অভিযান চালায়।

দুদক পরিচালক মো. ইউসুফ জানান, অভিযানের সময় পার্থের বাসা থেকে পাশের বাসার ছাদে টাকাভর্তি ব্যাগ ফেলে দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সিলেটের বর্তমান ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে দুদকে তলব করা হয়। পরে তারা দুদকের কার্যালয়ে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেছিলেন পার্থ গোপাল বণিক। আজকের পত্রিকা/কেএফ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *