ডাবল মার্ডারের আসামীরা জামিনে মুক্ত ঃ কৃষকদের ভূমি রক্ষায় প্রতিবাদ নয়, প্রতিরোধ

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ বিশ^নাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বলেছেন, এই এলাকার কৃষক সমাজ তাদের নিজস্ব জমিতে কৃষি উৎপাদন করতে গিয়ে দুইজন লোক সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন । সেই খুনের মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে এখন পুণরায় হাওর দখলের প্রস্তুতি নিচ্ছে। এই সন্ত্রাসীবাহিনী হাওরের জোরপূর্বক সেচ দিয়ে মাছ ধরার চেস্টা করলে এবার কৃষক সমাজ প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলবেন। এতে যদি কোন প্রকার অঘটন হয়, তবে প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা দায়ী থাকিবেন। তিনি বলেন, দশঘর মৎস্যজীবি সমবায় সমিতি নামে ভূয়া সংগঠনটি হাওরটি লীজ এনে কৃষকদের জমি দখল করেছে এবং সেচ দিয়ে পানি প্রত্যাহার করলে শতকোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত করে। হাওর লীজ নিয়ে সাবলীজ দেয়া বেআইনি হলেও প্রশাসনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ঘুষ নিয়ে লীজ বাতিল করছেন না কিংবা এই ভূয়া সংগঠনের রেজিষ্ট্রেশন বাতিল করছেন না। এতে খুনিরা প্রশাসনের ছত্রছায়ায় পূণরায় হাওর দখলের চেষ্টা করছে।
১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামস্থ মনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন’ কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা প্রধান অতিথি’র বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। ।
চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শফিক আহমেদ পিয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, সংগঠনের উপদেস্টা আজম আলী মেম্বার, প্রবাসী আনহার মিয়া, শাহীন মিয়া, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এম এ রব।
সভায় বক্তব্য রাখেন- চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আরিফ উল্লাহ সিতাব, শামসুদ্দিন মেম্বার, নজির উদ্দিন, আমতৈল গ্রামের মাহতাব উদ্দিন, সত্তিশ গ্রামের ইব্রাহীম আলী, দৌলতপুর গ্রামের আজাদুর রহমান, নোয়াগাঁও গ্রামের রওশন আলী।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ছমির উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন- চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার।
এসময় সভায় উপস্থিত ছিলেন এলাকার শওকত আলী, মাহফুজ আলী, জাবের মিয়া, জুনেদ মিয়া, রফিক মিয়া, আজাদ আলী, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, ছায়েদ মিয়া, আব্দুল মতিন, আহমদ আলী, হুমায়ুন আহমদ, সিতাব আলী, হুসেন মিয়া, মাজেদুল ইসলাম, জয়নাল আবেদীন, লায়েক মিয়া, কয়েছ আলী, বুরহান মিয়া, শফিক মিয়া, জাহেদুল ইসলাম রিপন, তারেক মিয়া, শহিদুল ইসলাম, সুহেল মিয়া, কুত্বু উদ্দিন, রিপন মিয়া, রুহেল উদ্দিন, জয়েল মিয়া, ধন মিয়া, বাবুল মিয়া, আতাউর রহমান, আব্দুর রর, মাহমদ আলী, মানিক মিয়া, এখলাছুর রহমান, নাহিম মিয়া, হাফিজুর রহমান, আফছর আলী, কালা মিয়া, শানুর আলী, তাজর আলী, নিজাম উদ্দির, দবির মিয়া, লাল মিয়া, আনছার আলী, আব্দুল মোমিন, হেলাল আহমদ, সোহাগ আহমদ, আরিফ মিয়া, আব্দুল কাইয়ুম, ইছহাক আলী, ্এখলাছুর রহমান, লিয়াকত আলী, আছাব আলী, জাহির আলী, তজম্মুল আলী, সিতাব আলী পংকি, নূরুল হক, ইসলাম উদ্দিন, তফুর মিয়া প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *