জামায়াতের নির্বাচনী প্রচারনা : সিলেটের ১৯ আসনে আলোচনার যারা

নির্বাচন রাজনীতি সিলেট
শেয়ার করুন

অনলাইন ডস্ক :: ছাত্র-জনতার প্রাণ বাজি রাখা অভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরশাসকমুক্ত হয় বাংলাদেশ। এরপর থেকে বিএনপিসহ আওয়ামীবিরোধী সব রাজনৈতিক দল বাধাহীনভাবে মাঠে দলীয় কর্মসূচি পালন করতে পারছে। সাংগঠনিক ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামিও।

আওয়ামী লীগ সরকারের বিদ্বেষে নিবন্ধন হারানো দল জামায়াত ৫ আগস্টের পর ফিরে পায় তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপাশি দলটি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। এ ক্ষেত্রে অন্যান্য দলের চাইতে জামায়াত এগিয়েই আছে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নয়- এককভাবে লড়াই করতে চায় জামায়াত। এ লক্ষ্যে তারা সিলেটসহ সারা দেশে ৩০০ আসনে প্রার্থী বাছাই করছে।

এর মধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থী যাদের করা হতে পারে তারা হলেন- সিলেট-১ আসনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, সিলেট-২ অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ মাওলানা লোকমান আহমেদ, সিলেট-৪ প্রভাষক জয়নাল আবেদীন, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ-১ মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ হাফেজ নুরুল আলম সিদ্দিক, সুনামগঞ্জ-৩ মাস্টার নুরুল হাকিম, সুনামগঞ্জ-৪ অ্যাডভোকেট মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ-৫ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার-১ মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, মৌলভীবাজার-৩ আব্দুল হান্নান, মৌলভীবাজার-৪ আব্দুল আওয়াল তরফদার, হবিগঞ্জ-১ মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ প্রফেসর আমজাদ হোসেন, হবিগঞ্জ-৩ কাজী মহসিন হোসেন এবং হবিগঞ্জ-৪ আসনে মাওলানা মোখলেসুর রহমান।

তবে দলটির পক্ষ থেকে নিশ্চিত করে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমান বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- ‘মূলত: জামায়াত অন্যান্য দলের মতো নয়। আমাদের নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে। দলের আলাদা নির্বাচনি কমিটি আছে। সেই কমিটি প্রার্থী বাছাই করবে। দায়িত্বের বাইরের বিষয় নিয়ে অন্যজন তথ্য জানতে বা দিতে পারবেন না। আমি আমার জায়গা থেকে এটুকু বলতে পারি- আমাদের প্রার্থী বাছাই কাজ চলছে। বাছাই শেষ হলে ও সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ দিলে দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, সিলেটজুড়ে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন ‘অনানুষ্ঠানিক’ নির্বাচনি প্রচারণা। ওয়াজ মাহফিলসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যাচ্ছেন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সকল কর্মসূচিতে। অর্জন করার চেষ্টা করছেন সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *