নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে চোরের সাথে মোবাইল ফোনে কথা বলায় ৩ যুবককে আটক করে থানা পুলিশ। গতকাল শনিবার তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে সম্পৃক্ততা না থাকায় আটককৃতদের নিজ ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
আটকৃতরা হল, জুনেদ আলী, কালিজুরী, রেজাউল করিম চক কাশিমপুর ও কামরান আহমদ সমেমর্দান।
দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারমান এমাদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগ না থাকায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তিতে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি এনামুল হক চৌধুরী।