গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট

অপরাধ জাতীয় সারাদেশ
শেয়ার করুন

ডাক ডেক্স : আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন তারানিপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল আজিজ (৮২) ও মো. সুরত আলী গাজী (৭৬)।

১৯৭১ সালের ২৭ অক্টোবর ভেটখালি-জয়াখালি খেয়াঘাটে রাজাকার আজিজ কমান্ডার ও রাজাকার সুরত আলীর নেতৃত্বে ১০ জনেরও বেশি শরণার্থীকে ধরে হত্যা করা হয়।

মঙ্গলবার এটিইউর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, তাদের নেতৃত্বে ১৯৭১ সালের অক্টোবর মাসে কালিনগর গ্রামের বামাচরণ মণ্ডলের ছেলে সুরেন্দ্রনাথ মণ্ডলসহ কয়েকজন হিন্দু ধর্মালম্বীকে ধরে নিয়ে ধুমঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে টুকু রানী মণ্ডল বাদী হয়ে ১৯৯৬ সালে সাতক্ষীরা জজ আদালতে আব্দুল আজিজ ও সুরত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ মামলায় গ্রেপ্তার হয়ে তারা দীর্ঘদিন জেলহাজত ভোগ করে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

এরপর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এ হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ার পর বিচার কার্যক্রম শুরু হয়। পরে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ তাদের আসামিদের অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারকৃতরা ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *