খুনি অস্ত্রবাজ সন্ত্রাসীদের গডফাদারদের মুখোশ উম্মোচন করতে হবে : মুহিবুর রহমান

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোটার: বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান বলেছেন, স্কুল ছাত্র সুমেল ও দয়াল হত্যা মামলার আসামীদের আশ্রয় -পশ্রয় দাতাদের তালিকা করে কঠোর আইনগত ব্যবস্হা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন । তিনি বলেন, খুনী সাইফুল ও তার বাহিনীর প্রশয় দাতারা সাংবাদিকদের গালি-গালাজ ও গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। তাই সকল সাংবাদিক সমাজকে ঐক্যবদ্দভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার (৭ মে) দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আনা মিয়ার বাড়িতে সাংবাদিকদের সাথে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় মুহিবুর রহমান এসব কথা বলেন। আনা মিয়া সাংবাদিকদের সৌজন্যে ইফতারের আয়োজন করেছিলেন। মুহিবুর রহমান বলেন, সাইফুলের গডফাদারদের মুখোশ উম্মোচন করতেই হবে। খুনীদের পক্ষের দালালদের সাংবাদিকরা ভয় পেলে সমাজ অচল হয়ে যাবে। মুহিবুর রহমান বলেন, সাইফুল দালালদের প্ররোচনা ও ইন্ধনে দুটি খুন করল, এখন দালালরা সাংবাদিকদের হুমকি দেয় এমন সাহস কোথায় পেল তাও দেখতে হবে। মতবিনিময় সভায় দৈনিক সমকালের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের জানান, বিশ্বনাথ সদর ইউনিয়নের পার্শ্ববর্তী একটি গ্রামে এক অনুষ্টানে জনৈক বক্তা স্হানীয়, জাতীয়, দৈনিকের সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন।
এক পর্যায়ে জাহাঙ্গীর আলমকে ছাতকি পোয়া (ছেলে) কে দেখে নেয়ার হুমকি দেন। সভায় উপস্থিত বিশ্বনাথের ডাক২৪ডটকম এর সম্পাদক এ এইচ এম ফিরোজ আলীও অভিযোগ করে বলেন, কৃষক দয়াল ও স্কুল ছাত্র সুমেল হত্যা কান্ডের ঘটনায় অনুসন্ধানী কয়েকটি প্রতিবেদন বিশ্বনাথের ডাক২৪ডটকম এ প্রকাশিত হওয়ায় তাকে দেশ বিদেশ থেকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।ইতালি থেকে০০৩৯৩৮০৪৭৭৭০০৭এই নাম্বারে দেশের যে কোন জায়গায় গুলি করে হত্যার হুমকি দেয়। সভায় বক্তব্য রাখেন বিশ্বনথ উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম যুক্ত রাজ্যপ্রবাসী আনা মিয়া। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি কামাল মুন্না টুনু তালুকদার, সাধারণ সম্পাদক নবীন সুহেল, সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আখতার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, অফিস সম্পাদক মোসাহিদ আলী, নির্বাহী সদস্য আশিক আলী, রোহেল উদ্দিন।মুহিবুর রহমান সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *