কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদরাসার ৩যুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্টিত

Uncategorized
শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :  সিলেটের বিশ্বনাথ কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদরাসার ৩যুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (৭ জানিুয়ারি) মঙ্গলবার মাদরাসা মাঠে দিনব্যাপি এ অনুষ্টান পালন হয় । যুগ পূর্তি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ৯টায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন হয়।  ৩যুগ পূর্তি ও পুনর্মিলনীর উদ্বোধন করেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দনী চৌধুরী ফুলতলী। 

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ বক্তব্য রাখেন। পরে দুপুর একটায় পুনর্মিলনীর স্মারকের মোড়ক উন্মোচন করবেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। 

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সিলেট জেলার সভাপতি আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, আলহাজ¦ মখন মিয়া চেয়ারম্যান, হাসিমী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দানবীর আলহাজ্ব এম. এ. হাসিম, কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা বোরহান হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আনা চৌধুরী, খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি কাউন্সিলর এফ এম চৌধুরী ছালিক। স্বাগত বক্তব্য রাখেন- শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদ এর আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যদি দেশে মসজিদ, মাদ্রাসা না থাকত তাহলে এ দেশে ইসলাম থাকত না। মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদ, অগ্রবাদ, অনৈতিক, অসামাজিক কাজে জড়িত হয় না এটাই মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষার্থীরা নীতি, নৈতিকতা, আদর্শবান হয়ে দেশ ও সমাজে অবদান রাখলেই মাদ্রাসার পূর্ণতা আসবে। বক্তারা বলেন, এ দেশে ওলি আউলিয়ার মাধ্যমে ইসাম প্রচার হয়েছে। ওলি আউলিয়াদের নিয়ে কেউ কটুক্তি করলে বরদাছ করা হবে না। যারা করবে তাদের ধ্বংস অনিবার্য।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালাবাজার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল লতিফ, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ, সৎপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো: নোমান, বিশ^নাথ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, এলাহাবাদ আলিম মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহির, ছাতক কালারুকা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, ছমিপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল আলী, অলংকারি পৌদনাপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান, বড়তলা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নজমুল ইসলাম, রাখালগঞ্জ কামিল মাদ্রসার প্রিন্সিপাল শিহাব উদ্দিন, ভাদেশ^র মডেল ফাজিল মাদ্রসার প্রিন্সিপাল শুয়াইবুর রহমান, হাউসা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজ আহমদ, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশুক আহমদ, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজমল আলী।  যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন -শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদ এর সদস্য সচিব সৈয়দ ফখরুল ইসলাম ও ফারুক আহমদ এবং হুছাইন আহমদ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তিবর্গ এবং আয়োজন কমিটির নেতৃবৃন্দ। 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *