পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, দেওকলস ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাছুম আহমদ মারুফ, পৌর কৃষকদলের আহবায়ক নুর মিয়া, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, পৌর শ্রমিকদলের আহবায়ক শানুর আলী, উপজেলা মহিলা দলের আহবায়ক লাভলি বেগম, পৌর মহিলাদলের আহবায়ক নুরুননাহার ইয়াসমিন, খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সহসভাপতি জমির আলী, দেওকলস যুবদলের সহসভাপতি নুরুল হক, শিপন আহমদ, পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি দুলাল আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির আহমদ প্রমূখ।
ইলিয়াসপত্নী লুনার সমর্থনে বিশ্বনাথ পৌর বিএনপির সভা মিছিল
নিজস্ব প্রতিবেদক :: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনাকে বিএপির প্রার্থী হিসেবে দেখতে চায় সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। ইলিয়াসপত্নী ছাড়া আর কাউকেই এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মানবেন না বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে দলীয় কার্যালয়ে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের এক যৌথ সভায় এ ঘোষণা দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই। সভায় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন। সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও এক মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে ১৭ বছর ধরে ইলিয়াসপত্নী লুনা বিশ্বনাথ-ওসমানী নগরের বিএনপিকে আঁকড়ে ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লুনাকেই আগামীর প্রার্থী হিসেবে দেখতে চান। এসময় শান্তি শৃঙ্খলার সাথে সকল কর্মসূচী বাস্তবায়ন করার আহবান জানান বক্তারা।