দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে সাজানো মামলা : বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নিন্দা-প্রতিবাদ

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: দৈনিক ইনকিলাবের সম্পাদক এবং সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলার দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এব্যাপারে মঙ্গলবার রাতে মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করার অপচেষ্টা কোনো ভাবেই সফল হবে না। সাংবাদিকরা সব সময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে কাজ করে যাবেন। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। এসময় প্রেসক্লাবে নেতৃবৃন্দ অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, যদি এ ধরনের হয়রানি বন্ধ না হয়, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা একযোগে সাংবাদিকদের হয়রাণি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ সভাপতি এম আর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, নবীন সোহেল, সাবেক যুগ্ম সম্পাদক মিসবাহ উদ্দিন, সদস্য সালেহ আহমদ সাকী, বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবিশ সদস্য আফজল মিয়া।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *